|
---|
সুফি রফিক উল ইসলাম: মেমারি: ২৫ মে: পূর্ব বর্ধমান জেলার মেমারির প্রয়াস এডুকেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে মনোজ্ঞা মেন্টাল হেল্থ ওয়েলনেস অরগ্যানাইজেশনের সহযোগিতায় মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দিরের ( শাখা ১) সেমিনার হলে অনুষ্ঠিত হয় মানসিক স্বাস্থ্য সচেতনতা শিবির। ২৫ মে রবিবার সকাল দশটা থেকে দুপুর প্রায় দুইটা পর্যন্ত অনুষ্ঠিত এই সুন্দর সুচারু অভিনব শিবির টি মেমারির বুকে প্রয়াসের বহুল সফল কার্যক্রমের অন্যতম সেরা প্রয়াস। সংস্থার অন্যতম কর্ণধার, মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির (শাখা ১) বিদ্যালয়ের সহ শিক্ষক মানস কুমার রায়ের নিকট হতে জানা যায় এই স্বেচ্ছাসেবী সংস্থা ২০১৬ সাল থেকে পথ চলা শুরু করে দশম বর্ষে পা রেখেছে। মনোজ্ঞা মেন্টাল হেল্থ ওয়েলনেস অরগ্যানাইজেশনের পক্ষে রঞ্জিতা মন্ডল, পৌলমী থেতো, রাজীব মুড়া এবং সৌমেন মন্ডলের স্লাইড সহযোগে মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ে বিভিন্ন আঙ্গিকের বক্তব্য এবং বিশ্লেষণ যথার্থই ফলপ্রসূ প্রয়াস। তবে এই অভিনব প্রয়াস একদিনে সর্বোচ্চ ফলদায়ক হবে এই আশা করা বাতুলতা মাত্র। এই সচেতনতা শিবির পর্যায়ক্রমে আরো কয়েকটি হওয়া প্রয়োজন এবং সেই সঙ্গে উপস্থিতির হার আরো বৃদ্ধির প্রয়োজন। হয়তো আগামী দিনে উপস্থিতির সংখ্যাধিক্য ঘটবে এই আশা করাই যায়। তবুও প্রথম প্রয়াস কে একেবারে নিষ্ফলা বলা যাবে না। মেমারির নাগরিক গণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং প্রায় শেষ পর্যন্ত ধৈর্য্য সহকারে শিবিরে উপস্থিত থাকা, অন্ততঃ সেই কথাই প্রমাণিত করে। মনোজ্ঞার পক্ষ থেকে জানা যায় বিশেষজ্ঞ গণ পূর্ব মেদিনীপুর, জলপাইগুড়ি ও হুগলি জেলা থেকে আগত। মনোজ্ঞা ২০২৫ সাল থেকেই এই মানসিক স্বাস্থ্য সচেতনতা শিবির করে চলেছেন বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে এবং ইতোমধ্যেই তাঁরা এই মে মাসেই ছয়টি শিবির করেছেন। মেমারির প্রাজ্ঞজন বিশিষ্ট চিকিৎসক কবি সমাজসেবী ডাঃ অভয় সামন্ত সভাপতি এবং প্রাথমিক বক্তা হিসাবে শিবিরের শুভ সূচনা করেন শিবির উপযোগী বক্তব্যের মধ্য দিয়ে। সমগ্ৰ অনুষ্ঠানটির পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন প্রয়াসের অন্যতম কর্ণধার মানস কুমার রায়। এই শিবিরে অংশগ্ৰহণকারী প্রত্যেক কে শংসাপত্র ও কলম সম্মানের সঙ্গে প্রদান করা হয়।