মহাসমারোহে পালিত হল কৃষ্ণ কল্যানীর অন্নপূর্ণা প্রকল্পের জন্মদিন

নিজস্ব সংবাদদাতা: কৃষ্ণ কল্যাণীর অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প প্রচুর অসহায় মানুষের মুখে অন্ন জোগায়, মহাসমারোহে পালিত তার জন্মদিন।

     

     

     

    উত্তর দিনাজপুরের জনপ্রিয় বিধায়ক কৃষ্ণ কল্যাণীর জন্মদিন ধুমধাম করে পালিত হল রায়গঞ্জে। রবিবার 26 শে জুন তার 43 তম জন্মদিন ধুমধাম করে পালন করা হয়। উত্তর দিনাজপুরে বিধায়কের যথেষ্ট সুনাম রয়েছে, একাধিক সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত তিনি।

     

     

    এদিন তার জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি করা হয়, তার মধ্যে উল্লেখযোগ্য রক্তদান শিবির। তাকে শুভেচ্ছা জানাতে কার্যালয়ে হাজির হন আট থেকে আশি সকল বয়সের মানুষরা। এদিন তার জন্মদিন পালনের অনুষ্ঠান সাদা পায়রা উড়িয়ে শুরু হয়, পথচলতি মানুষদের মিষ্টি এবং ফুলের চারা বিতরণ করা হয়।

     

    কৃষ্ণ কল্যাণী উত্তর দিনাজপুরের জনপ্রিয় বিধায়ক, বহুদিন ধরেই বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত তিনি। যখনই মানুষ অসুবিধায় পড়েছে, তাকে সব সময় পাশে পেয়েছে। জখন তিনি শুনতে পেরেছেন কোনো মেধাবী ছাত্রর অর্থের অভাবে পড়াশোনা করতে পারছে না, এই কথা শোনা মাত্রই তিনি সেই মেধাবী ছাত্রের কাছে গিয়ে আর্থিক ভাবে সাহায্য করেছেন। তার চালু হওয়া অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রচুর গরীব দুঃখী মানুষ পেট ভরে খেতে পারছে। এছাড়াও আরও বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজের সঙ্গে সব সময় নিজেকে জড়িত রাখেন তিনি। রক্তদান শিবির থেকে স্বাস্থ্য পরীক্ষা , যেকোনো রকম সমাজসেবামূলক কাজে তাঁকে অংশগ্রহণ করতে দেখা যায়। দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে তাঁর বিধানসভা এলাকার বাড়িতে বাড়িতে গিয়ে প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে জানানোর চেষ্টা করেন তিনি। এক কথায় তিনি অনন্য, উত্তর দিনাজপুরের সাধারণ মানুষ এককথায় চেনে কৃষ্ণ কল্যানীকে।