হলদিয়া বিরোধী দলনেতা শুভেন্দু অধীকারির গ্রেপ্তারের দাবিতে ঐতিহাসিক মহামিছিল

 

    নিজস্ব সংবাদদাতা:বিরোধী দলনেতা শুভেন্দু অধীকারির গ্রেপ্তারের দাবিতে হলদিয়াতে একঐত্যিহাসিক মহামিছিল অনুষ্টিল হলো এই মিছিলে পা মেলালেন রাজ্যের মন্ত্রী মানস ভুঞ্যা, সৌমেন মহাপাত্র, শিউলিসাহা, জেলা সভাপতি তুষারকান্তি মণ্ডল, রাজীব বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

    উল্লেখ্য থাকে যে আগামাীকাল শুভেন্দুঅধিকারির গ্রেপ্তারের দাবিতে রাজ্যপালের কাছে যাচ্ছেন নন্দিগ্রামের মা পাঁশকুড়ার বিধায়ীকা ফিরোজা বিবি।