দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লি বিজেপির চিঠি! দাবি অ-হিন্দু এলাকার নাম বদল

দেবজিৎ মুখার্জি: দিল্লি বিজেপি নাম বদলানোর তালিকায় রয়েছে আরও চল্লিশটি গ্রাম ও এলাকার নাম।

    বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে চিঠি লিখে এই অঞ্চলগুলিকে ‘দাসত্বের প্রতীক’ থেকে মুক্ত করার দাবি করেছেন দিল্লি বিজেপি সভাপতি আদেশ গুপ্তা।

    রবিদাস থেকে শুরু করে লক্ষ্মীবাই, মঙ্গল পাণ্ডে হয়ে মিলখা সিং, লতা মঙ্গেশকর, কারগিলে শহিদ ক্যাপ্টেন বিক্রম বাত্রাদের নামের আড়ালে পরিবর্তন করতে চাওয়া হয়েছে হাউজ খাস, শাহিবাবাদ, নজফগড়ের মতো এলাকার নাম।

    প্রশ্ন হল, এভাবে গ্রাম বা এলাকার নাম পরিবর্তনের অধিকার পুরনিগমকে কে দিল? এই অধিকার রাজ্যের আওতাভুক্ত।

    আদেশ গুপ্তার দাবি, একটি বিশেষ সম্প্রদায়কে খুশি করতে কেজরিওয়াল সরকার নাম পরিবর্তনের প্রস্তাব পাস হয়ে গেলেও ব্যবস্থা নেয়নি। দিল্লিবাসীদের দাবি ও চাহিদা মেনে দাসত্বের প্রতীক থেকে মুক্তি দিতেই তাঁরা নিজেরা উদ্যোগ নিয়ে এই কাজ করেছেন।