এপ্রিলের শেষ দিনই দেখা যাবে বছরের প্রথম সূর্যগ্রহণ! এবারের গ্রহণের অন্যতম আকর্ষণ ‘ব্ল্যাক মুন’

নতুন গতি নিউজ ডেস্ক: এপ্রিলের শেষ দিনই দেখা যাবে বছরের প্রথম সূর্যগ্রহণ। শনিবার প্রায় ঘণ্টা দুয়েকের জন্য ঢাকা পড়বে সূর্য। এবছর দু’টি সূর্যগ্রহণ দেখা যাবে। এপ্রিলের পরে ফের গ্রহণ হবে অক্টোবরে।

    ভারতীয় সময় সকাল ১২.১৫ থেকে ২.১১ পর্যন্ত স্থায়ী হবে গ্রহণকাল। দেখা যাবে দক্ষিণ আমেরিকার একাংশ থেকে ও আন্টার্কটিকার কয়েকটি এলাকা থেকে। এছাড়াও দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকেও দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য।

    এবারের গ্রহণের অন্যতম আকর্ষণ ‘ব্ল্যাক মুন’ তথা ‘কালো’ চাঁদ। প্রতি ৩২ মাস অন্তর ‘ব্ল্যাক মুন’কে দেখা যায়।