ভোট দিতে এসে অসুস্থ হয় এক বৃদ্ধ, অ্যাম্বুলেন্সে বাড়ি পাঠায় তৃণমূল বুথ কর্মীরা

শিলিগুড়ি: ভোট দিতে এসে অসুস্থ হয়ে পড়ে এক বৃদ্ধ। তৃণমূলের তরফ থেকে তাকে বাড়িতে পাঠানো হয় অ্যাম্বুলেন্স করে। ঘটনাটি ঘটে শিলিগুড়ি 12 নম্বর ওয়ার্ডের ২ নম্বর বুথে।

    কিন্তু এক্ষেত্রে অভিযোগ তোলেন ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থী নান্টু পাল। তিনি অভিযোগ করেন, বিধায়কের নাম লেখা অ্যাম্বুলেন্সে করে এভাবে অসুস্থ ভোটারকে পাঠানো যায় না। নির্বাচন কমিশনের অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা উচিত।

    অভিযোগের পরই প্রিসাইডিং অফিসারের তরফে সেক্টর অফিসারকে জানানো হয় ও অ্যাম্বুলেন্স আনার ব্যবস্থা করা হয়। কিন্তু এরই মধ্যে ওই বৃদ্ধের শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। শেষ পর্যন্ত একদিকে বিজেপি প্রার্থী ও অন্যদিকে তৃণমূল প্রার্থীর কাঁধে হাত রেখেই তৃণমূলের আনা অ্যাম্বুলেন্সে তাঁকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়। জানা গিয়েছে, ওই বৃদ্ধ সুস্থই রয়েছেন।

    যদিও এই বিষয় ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বাসুদেব ঘোষ জানান, ‘‌উনি সারা জীবনই অভিযোগ করে আসছেন। একজন রোগীর গায়ে তৃণমূল, বিজেপি, কংগ্রেস লেখা নেই। আমরা সবসময় মানু্যের পাশে থাকি। বিজেপি মানুষের পাশে থাকে না। মানুষের থেকে অনেক দূরে থাকে। মানুষের পালস বুঝি। আমরা অ্যাম্বুলেন্সে করে রোগীকে বাড়ি পাঠাতে পারলাম।’‌