|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: গোয়ায় সরকার গড়বে বিজেপি। সাহায্য করবে মহারাষ্ট্রবাদী গোমন্ত্রক পার্টি, দাবি প্রমোদ সাওয়ন্তের। ভোটে তৃণমূলের হাত ধরেছিল মহারাষ্ট্রবাদী গোমন্ত্রক পার্টি।
উল্লেখ্য, গোয়ায় বিজেপি ১৯টি আসনে এগিয়ে, ১২টিতে এগিয়ে কংগ্রেস,আপ এগিয়ে ২টি আসনে। গোয়ায় সরকার গড়ার পথে বিজেপি। রাজ্যপালের কাছে আবেদন জানাবে দল।