|
---|
নিজস্ব সংবাদদাতা : আজ সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্য অফিসে অনুষ্ঠিত হয় রাজ্য কমিটির বৈঠক, বৈঠকে উপস্থিত ছিলেন সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম, সর্ব ভারতীয় সম্পাদক রুনা লাইলা, উপস্থিত ছিলেন ওমেন ইন্ডিয়া মুভমেন্টের সর্ব ভারতীয় সভাপতি ইয়াসমিন ইসলাম। আরও উপস্থিত ছিলেন সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য সহ সভাপতি মুহাম্মদ সাহাবুদ্দিন, রাজ্য সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম, রাজ্য সম্পাদক এ.কে.এম গোলাম মোর্তোজা, রাজ্য কোষাধ্যক্ষ আফতাব আলম সহ অন্যান্য সদস্যবৃন্দ।
এদিনের রাজ্য কমিটির বৈঠকে পঞ্চায়েত নির্বাচন ও আগামী ২০২৪ লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। আলোচনা হয় দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে, কি ভাবে বিজেপি সরকার ইউনিফর্ম সিভিল কোড ( UCC) দ্বারা নিজ নিজ ধর্মীয় নীতি অনুযায়ী জীবন যাপন করার অধিকারকে ক্ষুন্ন করে সকলের উপর একটাই আইন চাপিয়ে দিয়ে মনুবাদের বিচারধারা দ্বারা গনতন্ত্রকেই ধ্বংস করতে চাই। সংবিধান থেকে মুসলিম পার্সোনাল ল মুছে দিয়ে এক দেশ এক আইনের নামে দেশের ৪ শতাংশ ব্রাহ্মণদের হাতে দেশের সমস্ত শক্তিকে তুলে দিতে চাই। দেশকে এক কালো অন্ধকার শাসন ব্যবস্থার দিকে ঠেলে দেওয়ার পরিকল্পনাকে কি ভাবে রোখা যায় সেই সমস্ত বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।
রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম পঞ্চায়েত নির্বাচন ও আগামী লোকসভা নিয়ে আলোচনা চলাকালীন বলেন বিগত দিনের তুলনায় এই পঞ্চায়েত নির্বাচনে খুবই ভালো ফল হয়েছে, আগামী দিনে আরও ভাল হবে। তাছাড়া ২০২৪ এর লোকসভার প্রস্তুতি এই মাসের শেষেই শুরু হতে যাচ্ছে, প্রথমেই State representative council ( SRC) গঠন করা হবে, তার পরেই শুরু হবে প্রতিটা জেলায় প্রস্তুতি পর্ব ।
ইউনিফর্ম সিভিল কোড ( UCC) নিয়ে দীর্ঘ আলোচনা রাখেন রাজ্য সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম, তিনি বলেন সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া আজ পর্যন্ত ফ্যাসিবাদি সরকারের সাথে আপোষ করেনি, আজকেও করবে না।