|
---|
নামখানা: মুন্না সরদার:যেখানে বার বার বৃক্ষরোপণ নিয়ে প্রশ্ন উঠে আসছে সেখানে বৃক্ষ রোপণ এর মাধ্যমে অরণ্য সপ্তাহ পালন করলো ছোট্ট স্কুল ছাত্র ছাত্রীরা। রবিবার এমন ছবি দেখা গেলো দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের অন্তর্গত ফ্রেজারগঞ্জ জেটি ঘাটের কাছে বিদ্যাসাগর একাডেমী কেজি স্কুলে।
বৃক্ষরোপণ এর মাধ্যমে পালন করা হলো অরণ্য সপ্তাহ ২০২৩। আমরা নতুন যৌবনের দূত সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো আজকের এই অরণ্য সপ্তাহ উদযাপন এর অনুষ্ঠান। আজ শিশুদের হাতে চারাগাছ তুলে দেওয়া হয়।
স্কুল শিক্ষক ও আমরা নতুন যৌবনের দূত সংস্থার সদস্যরা বৃক্ষরোপণ এর মাধ্যমে অরণ্য সপ্তাহ ২০২৩ এর এই দিন দিনটি পালন করলেন। এই অনুষ্ঠানের মাধ্যমে সকলকে গাছ লাগানোর জন্য অনুরোধ জানানো হয়। আজকের এই উদ্যোগ কে ঘিরে স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকদের মধ্যে উচ্ছাস ছিলো চোখে পড়ার মতো।
নামখানা থেকে মুন্না সরদারের রিপোর্ট নতুন গতি!