ভোট প্রতিহিংসা শেষ হয়ে গেলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখনো নজরদারি চলছে রায়দিঘির বিভিন্ন এলাকায়!

রায়দিঘি : নুরউদ্দিন:দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রায়দিঘির মথুরাপুর দু’নম্বর ব্লক এর বিভিন্ন এলাকায় আজ রায়দিঘি থানার আইসি অমীয় কুমার ঘোষ মহাশয়ের তত্ত্বাবধানে রায়দিঘি এলাকায় ভোট প্রতিহিংসা শেষ হয়ে গেল বলে জানাচ্ছেন প্রশাসন।এলাকার মানুষদের পুলিশের প্রতি আস্থা বোঝায় রাখতে উত্তর প্রদেশ পুলিশ এবং রায়দিঘি থানার একটি পুলিশের টিম রায়দিঘির মথুরাপুর দু’নম্বর ব্লকএর বিভিন্ন এলাকায় টহলদারি করেন। রায়দিঘি থানার আইসি অমিও কুমার ঘোষের নেতৃত্বে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটি পুলিশ বাহিনী এলাকায় নামানো হয় এই দিন।

    রায়দিঘি থানার আইসির উজ্জ্বল উপস্থিতিতে আজ থেকেই চলল পুলিশের এই রুট মার্চ।রায়দিঘি এলাকায় পুলিশের টহলদারির মাধ্যমে এলাকার মানুষজনকে আশ্বস্ত করা হয় এলাকায় ভোট প্রতিহিংসা শেষ হয়ে গেলেও যদি কোন এলাকায় সমস্যা হয় সঙ্গে সঙ্গে রায়দিঘি থানায় জানানোর জন্য। এবং এলাকার মানুষের কোন অসুবিধার জন্য রায়দিঘি থানায় এবং রায়দিঘির আইসি কে জানাতে পারবেন। তবে রায়দিঘি থানার আইসি আমিও কুমার ঘোষের তত্ত্বাবধানে পুলিশ প্রশাসন এলাকার টহলদারি কে স্থানীয় বাসিন্দারা সাধুবাদ জানিয়েছেন বলে জানা যায়।

     

    রায়দিঘি থেকে নুর উদ্দিনের রিপোর্ট নতুন গতি!