শিলিগুড়িতে বন্যা পরিস্থিতি একেবারেই চিন্তার কারন হয়ে দাড়িয়েছে সাধারন মানুষের কাছে

নিজস্ব সংবাদদাতা : শিলিগুড়িতে বন্যা পরিস্থিতি একেবারেই চিন্তার কারন হয়ে দাড়িয়েছে সাধারন মানুষের কাছে। গত কয়েদিনে মহানন্দা নদীর জল বেড়ে দাড়িয়েছে অনেকটাই। শিলিগুড়ির বেশ কয়েকটি এলাকায় হাটুর উপরে জল চলে যাওয়ায় বাসিন্দারা ক্ষুদ্ব হয়ে বাড়ির বাইরে বসে ছিলেন। তারা জানালেন আমাদের কথা পুরসভা একেবারেই শুনছে না। কিভাবে আমরা এখানে থাকব কেউ জানি না। শিলিগুড়ির 46নং ওয়ার্ডে দিলীপ বর্মনের ওয়ার্ডে জল একেবারেই হাটুর উপরে এসে পৌছানোয় এলাকার স্থানীয় বাসিন্দারা কাউন্সিলারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তারা জানিয়েছেন বারেবারে বলা হলেও কাউন্সিলার সাড়া দেয় নি। শিলিগুড়ির অন্যান্য ওয়ার্ডের অবস্থা একেবারেই ভালো নয়। শিলিগুড়ির বহু এলাকায় জল জমে গেছে। পুরসভা একেবারেই কাজ করছে না বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। শিলিগুড়িতে কয়েকদিন ধরেই বৃষ্টির কারনে জল জমে গেছে অনেকটাই। শিলিগুড়ির সব জায়গাতেই বাড়িতে বাড়িতে জল জমে যাওয়ায় এলাকায় মশা এবং অন্যান্য পোকামাকড়ের উপদ্রব বেড়েছে। সবমিলিয়ে শিলিগুড়ি এবং তার আশেপাশে জল নিয়ে ক্ষুদ্ব সাধারন মানুষ। আবহাওয়া দপ্তরের পূর্বাভষ আগামী কয়েকদিন শিলিগুড়িতে হালকা থেকে মাঝারি এবং মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা আছে। শিলিগুড়ির দশ এবং একুশ নং ওয়ার্ডের কিছু কিছু জায়গায় জল জমে যাওয়ায় এলাকার বাসিন্দাদের চলাফেরা করতে অসুবিধা হচ্ছে বলে জানিয়েছেন।