|
---|
নতুন গতি প্রতিবেদক: গতকাল ছিল ১৪ ফেব্রুয়ারি। ‘বিশ্ব প্রেম দিবস’। ভালোবাসার দিন। এদিন পাথরপ্রতিমা ব্লকের ভগবতপুর গ্রামের স্কুল পড়ুয়ারা ম্যানগ্রোভ গাছের সঙ্গে বন্ধুত্ব পাতালো। বিভিন্ন বয়সের জনা তিরিশ কঁচিকাচা বর্ণাঢ্য শোভাযাত্রা করে কুমির প্রকল্পের ফরেস্ট অফিস চত্ত্বরে পুরহিতের উপস্থিতে গাছের গায়ে ডোর বাঁধে। ওই শিশুরা এদিন বিকালে সুন্দরবনের বন ও বন্যপ্রাণী বিষয়ে একটি পথনাটিকা পিরিবেশন করে। সুন্দরবনে বেড়াতে আসা কয়েক হাজার পর্যটক এবং স্থানীয় মানুষ উনুষ্ঠান উপভোগ করেন। এই বিষয়ে ২৪ পরগনা (দক্ষিণ) বন বিভাগের ডিভিশনাল ফরেস্ট অফিসার মিলনকান্তি মন্ডল বলেন, ‘গাছও যে ভালোবাসার পাত্র তা বোঝাতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বন দপ্তর সহযোগিতা করেছে।’ সদ্য রোয়া ম্যানগ্রোভ দেখভাল করার জন্য আমরা স্কুল পড়ুয়াদের নিযুক্ত করা হয়েছিল। সেই পড়ুয়াদের কিছু ছাত্র এদিন অনুষ্ঠানে অংশ নিয়েছিল।