|
---|
বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা :
জেলা পুলিশের নির্দেশে কুলতলী থানার পক্ষ থেকে আজ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত হয়। কুলতলির বিভিন্ন প্রান্তে যেখানে দেখা গেল কুলতলী থানার আধিকারিকদের সাথে সাথে সিভিক ভলেন্টিয়ারদেরও। এলাকায় দিনের পর দিন সমাজ বিরোধী যাতে তৈরি না হয়, মূল স্রোতে- স্বাভাবিক ছন্দে সাধারণ মানুষ ফিরুই এই আশায় আজ জেলা পুলিশের এহেন উদ্যোগ।
সমাজকে সচেতন করার লক্ষ্যে নিয়ে মাঠে নেমে পড়েছেন কুলতলী থানার পুলিশ। সাথে সাথে মাদক বিরোধী দিবসের প্রাক্কালে- মাদকের ভয়ঙ্কর ছোবলে সাধারণ মানুষের সাথে সাথে যুব সমাজ এগিয়ে না আসে তার জন্য অতন্ত্র প্রহরীর মতো কাজ করে চলেছেন।
নাগরিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রশাসন যেভাবে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছেন এতেই দিনের পর দিন সাধারণ মানুষ মূল স্রোতে ফিরে আসছেন । সমাজ বিরোধী কাজকর্মের পথে অগ্রসর না হয়ে সমাজের মূল স্রোতে ফিরে আসায় জেলা পুলিশের এহেন কর্মে সাধারণ মানুষ উজ্জীবিত। সমাজ বিরোধী কার্যকলাপ বন্ধের লক্ষ্যে আজকের এই কর্মসূচি বলে মনে করা হচ্ছে।যেখানে বিভিন্ন ধরনের লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে কুলতলির বিস্তৃত অঞ্চল পরিক্রম করলেন। এই মুহূর্তের সচেতনতা আগামী দিনে সাধারণ মানুষের চলার পথ সুদূর প্রসারী হবে এমনই মত প্রকাশ করছেন। প্ল্যাকার্ড হাতে নিয়ে সাধারণ মানুষদের বার্তা দেয়া হচ্ছে, ড্রাগের নেশা সর্বনাশা, ড্রাক সেবনে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে একাধিক বার্তা । একাধিক প্ল্যাকার্ড নিয়ে আজকের এই অভিনব পন্থায় কুলতলী তথা জেলা পুলিশের এই উদ্যোগকে সাধারণ মানুষ সাধুবাদ জানায়।