গাঙ্গেয় সুন্দরবনবাসী আজ আন্তর্জাতিক সম্মানে সম্মানিত হলো

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা :- কোভিড মহামারীর প্রাক্কালে আসাম রাজ্যে সম্প্রতি “রাজা রবি বর্মা অ্যাওয়ার্ড ২০২১” ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। রাজা রবি বর্মা আর্ট প্রতিযোগিতায় ভারত ছাড়া ১১ টি দেশের খ্যাতনামা শিল্পীরা অংশগ্রহণ করেছিলেন । সাউথ কোরিয়া, বাংলাদেশ, তুর্কি, আমেরিকা, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, সুইজারল্যান্ড, সাউথ আফ্রিকা, কোল্ড দেশের মোট ১০০০ জন, আসাম রাজ্যে আয়োজিত এই আর্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে ৪৮০ জন শিল্পীকে বিভিন্ন সম্মানে সম্মানিত করা হয়।

    ৪৮০জন এর মধ্যে থেকে নিজের শিল্প নৈপুণ্যের দরুন উঠে এসেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার, কাকদ্বীপ শহরের বাসিন্দা দেবরাজ বেরা “আন্তর্জাতিক শিল্পী” সম্মানে সম্মানিত করা হয় শিল্পী দেবরাজ বেরা-কে। এই মুহূর্তে কাকদ্বীপ শহর উৎসবের মেজাজে, কারণ তাদের ঘরের ছেলে নিজের কঠোর পরিশ্রম-জেদ ও দরিদ্রতা কাটিয়ে দীর্ঘ সাধনার পরে আন্তর্জাতিক সম্মান লাভ করেছে।

    শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষক সান্তনু গায়েন জানান, আমি আনন্দিত-অভিভূত হয়েছি আমার প্রিয় দেবরাজ, রাজা রবি বর্মা আন্তর্জাতিক পুরস্কার এ সম্মানিত হয়েছে। আসাম রাজ্যে ১১ টি দেশের ১০০০ জন প্রতিযোগীদের মধ্যে ক্যানভাস এর উপর শান্তি বিষয়ে ছবি অঙ্কন করে এই বিরল সম্মান এনে দিয়েছে। দরিদ্রতার শর্তে দীর্ঘ লড়াই, আন্তরিক চেষ্টা, কঠোর পরিশ্রম, তার বাবা-মায়ের প্রতি অগাধ শ্রদ্ধা, ভক্তি দেবরাজ ভাইকে এই অনন্য সম্মান আনতে সাহায্য করেছে। সুন্দরবন অঞ্চলের থেকে বেড়ে ওঠা দেবরাজ ভাইয়ের আরো সাফল্য কামনা করি ঈশ্বর তার পাশে থেকে সৃষ্টি সুখের উল্লাসে মেতে উঠতে সাহায্য করুক। এই আমার প্রার্থনা রইলো – রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক সান্তনু গায়েন।