|
---|
রামিজ: হুগলির তারকেশ্বর বিধানসভার বিধায়ক সম্মানীয় রামেন্দু সিংহ রায় মহাশয় এর উদ্যোগ ও আয়োজনে প্রাক্তন কাউন্সিলর মোহাঃ নইম সাহেব ও উত্তম ভান্ডারী মহাশয় এর একান্ত আহ্বানে ইফতার মজলিসে দোয়া অনুষ্ঠিত হল। উক্ত অনুষ্ঠান উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি আলহাজ সেখ মেহবুব রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ এহতেশাম মামুন, ধর্মীয় আলেমগন সহ সমাজের বিশিষ্টজন। এই ইফতার মজলিস থেকে সকলেই রমযান মাসের আলোচনা ও অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান।সকলের সুস্থ সুন্দর জীবন উপভোগ করুন এই কামনা করে ইফতার মজলিসের কর্মকর্তারা।