|
---|
বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা :
কুলতলিতে নির্মাণ হতে চলেছে পঞ্চাশ লক্ষ টাকা ব্যয়ে বিশালক্ষী শীতলা নারায়নী মন্দির। গাঙ্গেয় সুন্দরবন এলাকায় প্রতিটি বছরে প্রাকৃতিক বিপর্যয় লেগেই আছে। আর এই প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে ভিটা ভদ্রাসন হারালেও মায়ের আরাধনা থেকে কমতি নেই এই এলাকার মানুষজন। মায়ের আশীর্বাদ নেওয়ার লক্ষ্য নিয়ে ৫০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হতে চলেছে মা বিশালক্ষী শীতলা নারায়নী মন্দির।
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলী বিধানসভার গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলের করালী মোহন মন্ডল ঘেরীর মা বিশালক্ষী শীতলা ও নারায়নী মন্দির নির্মাণের মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মৈপিঠ কোস্টাল থানার ও সি মধুসূদন পাল, কুলতলি বিধান সভার বিধায়ক গনেশ চন্দ্র মন্ডলের প্রতিনিধি দলের সদস্য হাকিম সরদার, মিলন পুরকাইত, গুণধর সরদার, সাহাদাত সেখ, মান্যবর হালদার, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি হাড়োমনি নস্কর সহ একাধিক কর্মদক্ষ ও বেশ কয়েকটি অঞ্চলের প্রধান। পিন্টু মণ্ডল, পিন্টু প্রধান, জাকির মন্ডল, প্রধান পূরবী বর, প্রধান নমিতা জানা, মন্দির কমিটির সভাপতি মানষ প্রধান,সহ সভাপতি ভাগ্য ধর জানা, সম্পাদক ননী গোপার পয়ড়া, সহ সভাপতি গোপাল চন্দ্র নস্কর, কোষাধ্যক্ষ গোরাচাঁদ মৈশাল, সহ কোষাধ্যক্ষ প্রতাব বেরা, নির্মান কমিটি সভাপতি চন্দন কুমার দাস, সহ সভাপতি সুজিত বেরা, সম্পাদক রনজিৎ পড়্যা, সহ সম্পাদক রবীন্দ্রনাথ ময়রা সহ কয়েক হাজার এলাকাবাসী। প্রতিবছর এই এলাকায় এমনই সময় মায়ের পূজা অর্চনা হয়। গত প্রাকৃতিক বিপর্যয়ে সর্বস্বান্ত হয়ে যায় এলাকাবাসী। তার পরেও মানুষের মনে উদ্যম আরো বেড়ে যায় । আগামী দিনগুলিতে এই মন্দির নির্মান কল্পে সহযোগিতা কারীদের আহ্বান জানায়।