|
---|
বাবলু হাসান লস্কর, কুলতলি, দক্ষিণ চব্বিশ পরগনা : রোটারি সেন্ট্রাল কলকাতা তাদের ব্যানারে রোটারি ইন্টারন্যাশনালের সভাপতি শেখর মেহতার সাথে জেলাশাসক প্রবীর চ্যাটার্জি এবং প্রমোদ দয়াল রুংটা আজ প্রেমানন্দ মেমোরিয়াল হাসপাতালের সম্পূর্ণ সংস্কার করা দ্বিতীয় তলার উদ্বোধন করেন, তিনি নিচতলায় এবং চতুর্থ তলায় রোটারি গ্যালারিও উদ্বোধন করেন। গরীব ও অভাবী রোগীদের জন্য ২টি হুইল চেয়ার এবং ৩টি কৃত্রিম অঙ্গ দেন। উপস্থিত ছিলেন ক্লাবের সদস্যরা, সভাপতি পি ডি রুংটা, সেক্রেটারি প্রমোদ ধান্ধানিয়া, পিডিজি রাজ কুমার রাজগড়িয়া, আইপিপি জিতেশ গুটগুটিয়া, পিপি রাজেশ লাখোটিয়া, পিপি গিরিশ গানেরিওয়ালা, পিপি শ্রীরতন ঝাওয়ার, পিপি ব্রিজ মোহন লাখোটিয়া, পিপি মনোজ জৈন, মাধব মোহতা, সন্দীপ নাগরদওয়াল, কি বিশদ নগর, বীরশ্রেষ্ঠ। মনোজ ডালমিয়া, সুনীল শেঠিয়া, অবিনাশ বুবনা, শ্রীবর্ধন মোদী, শ্রী প্রকাশ চন্দক এছাড়াও উপস্থিত ছিলেন পিডিজি অজয় আগরওয়াল এবং নেপালের নারায়ণী মধ্য শহরের ভিজিটিং রোটারিয়ান প্রেসিডেন্ট ইলেক্ট শ্বেতা শ্রীবাতাভা।