|
---|
জাহির হোসেন মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা : গতকাল সকালে বারুইপুর পুলিশ জেলার নরেন্দ্রপুর থানার অন্তর্ভুক্ত বি ডি এম ইন্টারন্যাশনাল স্কুলে সাইবার সচেতনতার পাঠ নিয়ে হাজির হলো বারুইপুর পুলিশ জেলার বিশেষ টিম। স্কুলের সেমিনার হলে প্রায় তিনশো জন দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নিয়ে স্কুলের প্রিন্সিপাল এবং সহযোগী শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে এই বিশেষ সেশন আয়োজিত হয়েছিল।
পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন ওসি সাইবার ক্রাইম থানা শ্রীমতী জয়শ্রী নস্কর পাত্র, এডিশনাল এসপি শ্রী ইন্দ্রজিৎ বসু, আইপিএস, এডিশনাল এসপি মাকসুদ হাসান, ডি.এস.পি মোহিত মোল্লা, নরেন্দ্রপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী অনির্বাণ বিশ্বাস এবং সাইবার স্পেশালিস্ট জিৎ মণ্ডল।
সাইবার স্পেস ব্যবহার করে অসাধু মানুষজন কিভাবে মানুষদের বিভিন্ন উপায়ে ক্ষতি করার চেষ্টা করে, কি কি পদ্ধতি অবলম্বন করলে নিরাপদে থাকা সম্ভব, phishing, Vishing, bulling, morphing, sextortion, malware, digital ransomware attack, Darkweb ইত্যাদি বিষয়ে চলল ক্লাস। উৎসাহী ছাত্রছাত্রীদের জিজ্ঞাসাও ছিল প্রচুর। সব প্রশ্নের উপযুক্ত উত্তর পেয়ে স্বভাবতই খুশী কলকাতার নামী স্কুলের লিস্টে থাকা বিডিএম ইন্টারন্যাশনাল।