|
---|
সাকিব হাসান, সোনারপুরদ: ২৪ পরগনা জেলার হরিনাভি মাঠ সংলগ্ন রাজপুর-সোনারপুর পৌরসভার অন্তর্গত প্রতিটি বাড়িতে,প্রতিটি পরিবারে নলবাহী পরিস্রুত পানীয় জল সরবরাহের লক্ষ্যে অতি দ্রুত আরও একটি জল প্রকল্প রুপায়নের স্বপ্ন বাস্তবায়িত করেছেন। এছাড়া পৌরসভা পরিস্কার পরিচ্ছন্নতা রেখে ময়লা পরিবহন করার লক্ষ্যে কয়েকটি গাড়ির ব্যবস্থা করেন।
আগামিতে মমতা বন্দ্যোপাধ্যায় কে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাওয়ার লক্ষ্যে এমনি নুতান কিছু উন্নয়নের বার্তা দিলেন, উক্ত সভায় উপস্থিত ছিলেন শুভাসিস চক্রবর্তী সহ বিভিন্ন সম্মানীয় ব্যক্তিরা। এইদিন সভাতে কয়েক হাজার লোকনিয়ে এমনি এক মহত উদ্বোধনের আয়োজন করেন।