ধর্মীয় নিয়মানুবর্তী তাকে মান্যতা দিয়ে উত্তর ২৪ পরগনায় অনুষ্ঠিত হল ইজতেমা

হাসান লস্কর সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা :
পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনায় অনুষ্ঠিত হল চার দিন ব্যাপী ইজতেমা। বিশ্ব শান্তি স্থাপনে ও ভাতৃত্বের বন্ধন অটুট রাখতে এমনি মহতী উদ্যোগ জামাতি ওয়ালাদের। মার্চ মাসের তিন তারিখ থেকে ৬ই মার্চ শুরু হয়েছে এমনই কর্মযজ্ঞ,আর যে কর্মযজ্ঞে উপস্থিত হয়েছেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের সাথে বিদেশিদের । বিশেষ করে প্রতিবছরের ন্যায় জেলায় এমনই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিগত দুই বছর করোনা নামক মারণ ব্যাধির ভাইরাস সারা বিশ্বকেই পঙ্গু করে দেওয়ায়, গৃহবন্দি হয়ে পড়েছিল লক্ষ লক্ষ মানুষজন। আর তারই জন্য বন্ধ থাকলেও এ বছর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এমনই কর্মযজ্ঞ শুরু করতে পারায় কর্মকর্তারা বেজায় খুশি। যেখানে লক্ষাদিক মানুষের সমাগম। দেশ বিদেশের অগণিত মানুষের উপস্থিতির জন্য প্রশাসনিক কর্মকর্তাদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। টঙ্গী উত্তর চব্বিশ পরগনার লক্ষীপুলে পশ্চিম বাংলার সমস্ত জেলা থেকে লক্ষাধিক মানুষ এসেছে । এসেছেন দিল্লির নিজামুদ্দিন মার্কাজের মুরুব্বী গনের সাথে একাধিক দেশের প্রতিনিধি,২০২৩ এর মার্চ মাসের তিন তারিখ শুক্রবার থেকে সোমবার পর্যন্ত বিশ্ব মানবকল্যাণে এমনিই সভা। আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে সোমবার সকাল ১০টার পর ইনশাআল্লাহ। ঈমানী দাওয়াত বিষয়ক আলাপ আলোচনা ছিল এই ইজতেমার মূলত বিষয়। বিদেশিদের নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আচরণ প্রশংসনীয়।