|
---|
রহমতুল্লাহ,সাগরদিঘী : বিভিন্ন জেলায় যে সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা গুলি গড়ে উঠেছে দিনের পর দিন, তরুণ যুবক দের উদ্যোগে তা চোখে পড়ার মতো। এই সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা গুলো হওয়াতে গুরুতর সমস্যার হাত থেকে রেহাই পাচ্ছেন মুমূর্ষ রোগী থেকে শুরু করে দুঃস্থ মানুষেরা। মুর্শিদাবাদ জেলা সাগরদিঘী ব্লকের বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন রীতিমতো কাজ করে চলেছে তা চোখে পড়ার মতো। এবং সংগঠন গুলোকে আরও বেশি বেশি উদ্বুদ্ধ করতে রীতিমতো সু-পরামর্শ এবং বিশেষ সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন সাগরদিঘী থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী সুমিত বিশ্বাস। এ কোথায় বলা বাহুল্য যে সাগরদিঘীর বুকে সংগঠনগুলোর মধ্যে অন্য একটি মাত্রা জাগিয়েছেন তিনি। তিনি শুধু একজন সাগরদিঘী থানার ওসি নন, তিনি একজন বিশিষ্ট সমাজসবীও বটে। এই সংগঠনগুলো শুধু পুজো আর ঈদেই বস্ত্র বিতরণ করে থাকেন না। পুজো- ঈদ উৎসব তো আছেই পাশাপাশি এই সংগঠনগুলোর মধ্যে দিয়ে শীত বস্ত্র বিতরণ থেকে শুরু করে দুস্থদের হাতে খাবার তুলে দেওয়া থেকে শুরু করে শিশুদের বই খাতা তুলে দেওয়া এমনকি প্রতিনিয়ত মুমূর্ষ ব্যাক্তিদের রক্তের জোগান দেওয়া পর্যন্ত, সমস্ত কাজই এরা সুচারুরূপে করে থাকেন।