বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত রেকর্ডসংখ্যক মদ বিক্রি হয়েছে

নতুন গতি নিউজ ডেস্ক: করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর রঙের উৎসব হোলিতে মেতে ওঠে বঙ্গবাসী। শুক্রবার ছিল দোল পূর্ণিমা , শনিবার হোলি, শনিবার সাপ্তাহিক ছুটি। পরিসংখ্যান বলছে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত রেকর্ডসংখ্যক মদ বিক্রি হয়েছে । এই চার দিনে মোট 200 কোটি টাকার মদ বিক্রি হয়েছে। গড়ে 50 কোটি টাকা করে। পরিসংখ্যান থেকে অনেকেই অবাক হয়েছন।

    এরইমধ্যে শুক্রবার বিকাল পর্যন্ত মদের দোকান গুলি বন্ধ ছিল। অবাক কান্ড এইদিনে বিকালের পরে রেকর্ড সংখ্যক মদ বিক্রি হয়েছে ,70 কোটি টাকার মদ বিক্রি হয়েছে এই দিনে। দেশি মদের বিক্রির পরিমাণ সবথেকে বেশি, এরপরে স্থান পেয়েছে হুইস্কি।