অভিযান চালিয়ে ১৫টি ম্যাকাওকে বনদপ্তর এর কাছে তুলে দিলো বিএসএফ

কোচবিহার: কিছুদিন আগে চোরাপথে বাংলাদেশ থেকে কোচবিহারের প্রবেশ করার সময় উদ্ধার করা হয় ১৫ টি ম্যাকাও। বিএসএফের কাছে গোপন সূত্রে খবর ছিল,:: চোরাপথে ম্যাকাও বাংলাদেশ থেকে ভারতে আনা হচ্ছে। এরপর বিএসএফ অভিযান চালিয়ে উদ্ধার করে ১৫ টি ম্যাকাও। পুলিশের সহযোগিতায় বিএসএফ বনদপ্তর এর কাছে তুলে দেয় ম্যাকাও গুলি।

    বর্তমানে উদ্ধার হওয়া ১৫ টি ম্যাকাও সহ আরো কিছু পরিযায়ী পাখি কোচবিহারের রসিকবিল এর শোভা বাড়াচ্ছে। প্রচুর মানুষের প্রতিদিন ভিড় জমাচ্ছেন তাদের দেখতে।

    তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সে বিষয়ে বিশেষ নজর রাখা হচ্ছে। স্নানের জন্য রাখা হয়েছে বাথটব। এছাড়া কাজুবাদাম, কিসমিস, বাদাম, দুধ, সহ বিভিন্ন খাদ্য সামগ্রী খাওয়ানো হচ্ছে তাদের।

    বনদপ্তর থেকে জানানো হয়েছে ম্যাকাও গুলো ভারতীয় নয়। এগুলি আমেরিকার প্রজাতি, তাই ভারতীয় পরিবেশ মানিয়ে নিতে একটু সমস্যা হবে, তবে তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই দিকে বিশেষভাবে নজর রাখা হচ্ছে।

    ম্যাকাও এবং পরিযায়ী পাখি ছড়াও কোচবিহারের রসিকবিল চিড়িয়াখানায় আছে পাইথন,লেপার্ড, সহ বিভিন্ন জীব জন্তু।