মোজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশন উদ্যোগে দুদিনের অনুষ্ঠান

উত্তর ২৪ পরগনা: ভবাগাছি উৎসব ২০২২ –  উওর ২৪ পরগনা জেলার নৈহাটি মামুদপুর গ্রাম পঞ্চায়েত র ভবাগাছিতে মোজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশন ভবাগাছি শাখা আয়োজিত দুই দিনের অনুষ্ঠানে ১৫০ জন দূঃস্থ মানুষ কে বস্ত্র বিতরণ ও ১৫০ জন ছাত্র ছাত্রীদের পুস্তক প্রদান করা হয় এছাড়াও এই অনুষ্ঠানে অঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা ও এক অভিনব প্রতিযোগিতা হয় চোখ বন্ধ করে হাঁস ধরা প্রতিযোগিতা।

    গত ২০ও ২১ মার্চ দুই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগদ্দল বিধানসভা র বিধায়ক সোমনাথ শ্যাম, গ্রাম পঞ্চায়েত প্রধান রিক্তা অধিকারী, বিশিষ্ট সমাজসেবী প্রাক্তন প্রধান শিক্ষক গৌতম চক্রবর্তী, প্রাক্তন প্রধান শিক্ষক জয়ন্ত পন্ডিত, সমাজসেবী সাংবাদিক আয়ুব আলি,চিএ শিল্পী সাবিরুল গনি প্রমুখ শেষদিন পুরস্কার বিতরণ করা হয় এছাড়াও ‘ভবাগাছি গৌরব’ সন্মান প্রদান করা হয় বিশিষ্ট সমাজসেবী হাজী মহসিন আলি খান ও ‘শুকতারা’ সন্মান প্রদান করা হয় বিশিষ্ট সমাজসেবী প্রাক্তন প্রধান শিক্ষক গৌতম চক্রবর্তী কে, এবং ভবাগাছি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংস্কৃতিক সংগঠক ভাস্কর সরকার কে’শুকতারা সমাজ সেবা’ সন্মাননা জানান হয়, এছাড়াও জনপ্রিয় গজল শিল্পী দের গজল পরিবেশন , দুই দিনের’ভবাগাছি উৎসবের’সমাপ্তি হল এলাকায় উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে, পরিচালনা য় স্থানীয় শিক্ষক হাসান আলি মোল্লা,সাহজাহান আলি , শিক্ষক খোরসেদ আলি খা