পেট্রোপণ্য সহ রান্নার গ্যাসের অসাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি

পেট্রোপণ্য সহ রান্নার গ্যাসের অসাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি

     

     

     

     

    বাবলু হাসান লস্কর, দক্ষিণ ২৪ পরগনা : কুলতলী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গ্যাস অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত হলো আজ। অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমল মন্ডলের উপস্থিতে সংখ্যালঘু সেলের সভাপতি রফিকুল জমাদার জালাবেরিয়া ২নম্বর অঞ্চলের পঞ্চায়েত সদস্য স্বপন সরদার ও বুথ সভাপতি সঞ্জীব নস্কর সহ তৃণমূল কংগ্রেসের কর্মী বৃন্দ। যেভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাথে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কুলতলী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ জামতলা লক্ষীনারায়ন ইন্ডিয়ান গ্যাস অফিসের সম্মুখে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত হলো। আর এই কর্মসূচিতে দেখা গেল অধিক সংখ্যক মহিলা। তাদের কাছ থেকে উঠে এল যে ভাবে অস্বাভাবিকহারে গ্যাসের দাম বাড়ছে আমাদের মতো নুন আনতে পান্তা ফুরানো পরিবারের সংসার চালানো দুর্বিষহ। যাতে অবিলম্বে এই রান্নার গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমে তার জন্য এই মুহূর্তের কর্মসূচি ।