শতধারা ওয়েলফেয়ার সোসাইটির প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান

নতুন গতি : ২১শে জুন বিশ্ব সংগীত দিবস ও বিশ্ব যোগ দিবসের প্রাক্কালে মালদা শতধারা ওয়েলফেয়ার সোসাইটির প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান হয়ে গেলো । অনুষ্ঠানের শুরুতে একটি স্বাস্থ্য শিবির আয়োজিত হয় গরিব মানুষদের জন্যে শিবিরে অনেক যোগ দেখানো হয় সুস্থ থাকার জন্যে তারপর সন্ধ্যায় কৃষ্ণপল্লী গ্রন্থাগারে একটি নতুন পাঠশালার উদ্বোধন হয় প্রতি রবিবার বিনাপয়সায় সেখানে পড়ানো হবে ঐদিন অনুষ্ঠানে প্রায় ৫০জন গরিব বাচ্চাদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয় সাথে সাথে একটি করে গাছ তুলে দেওয়া হয় তাদের পরিবেশ সম্পর্কে সচেতন করার জন্যে এবং এলাকার বহু মানুষদের গাছ বিতরণ করা হয় এখানেই শেষ নয় প্রায় ১০জন সমাজসেবী সংস্থা ও ৫ জন সমাজসেবকদের সংবর্ধনা দেওয়া হয় এবং ছিলো শ্রদ্ধাজ্ঞাপন স্মরণ অনুষ্ঠান প্রয়াত সংগীত নক্ষত্রদের লতাজি , সন্ধ্যা জি , বাপ্পি জি , কেকে ওনাদের শ্রদ্ধা জানানো ও জনপ্রিয় বাচিক শিল্পী তথা ঘোষক শ্রদ্ধেয় দুর্গাপদ কুন্ডু মহাশয়কে শ্রদ্ধা জানানো হয় , অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের পৌরমাতা মাননীয় শ্রীমতি কাকলি কর্মকার সহ বিশিষ্ট মানুষজন এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় I সমগ্র অনুষ্ঠান পরিচালনায় মালদা শতধারা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি অর্ঘ্যদ্বীপ দাস ও সকল সভ্যবৃন্দ এবং সহযোগিতায় মালদা সাংস্কৃতিক সংস্থার শিল্পীবৃন্দ I