গলসি থানায় রক্তদান ও মনীষীদের আবক্ষ মুর্তি স্থাপন

আজিজুর রহমান : গলসি থানার উদ্দ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির করা হল থানার প্রাঙ্গণে। বিপদগ্রস্ত সাধারণ মানুষের সুবিধার্থে ও ব্লাড ব্যাংকের রক্ত সংকট মেটাতেই এমন উদ্দ্যোগ নেওয়া হয়। এদিনের শিবিরে একশোজন পুলিশকর্মী ও সিভিক ভলেন্টিয়ার স্বেচ্ছায় রক্তদান করেন। পাশাপাশি গলসি থানার সামনে স্বামী বিবেকানন্দ, নেতাজী ও মহত্মা গান্ধীর আবক্ষ মুর্তির স্থাপন করা হয়। তাছাড়াও স্থানীয়দের সুবিধার্থে থানার সামনে একটি ডিজিট্যাল দেওয়াল ঘড়ির উদ্বোধন করা হয়। আবক্ষ মুর্তির উন্মোচন করেন জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন। শবিরে উপস্থিত ছিলেন সিআই সাধন ব্যানার্জী, পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থকেন্দ্রের চিকিৎসক সর্নাভ হাজরা, গলসি বিধানসভার বিধায়ক নেপাল ঘুরুই সহ এলাকার জন প্রতিনিধিরা ও পুলিশকর্মীরা। গলসি পুলিশের এই মানবিক উদ্দ্যোগে খুশি হয়েছেন এলাকার মানুষজন। পুরসা হাসপাতালের চিকিৎসক সর্নাভ হাজরা জানান, গলসি থানার ওসি দীপঙ্কর সরকার বিভিন্ন সামাজিক কাজ করে থাকেন। লকডাউনে বহু অসহায় মানু‌ষকে খাবার দিয়েছেন। তাছাড়াও ২ নং জাতীয় সড়কের সেতুর নিজে আলোর ব্যবস্থা করেছেন ওসি সাহেব। এর কিছুদিন আগেই থানা ও জাতীয় সড়কে একটি চক্ষু পরীক্ষা শিবির করেছেন। আজ আবার রক্তদান শিবির করলেন। ওসির মানবিক কাজে এলাকার বহু মানুষ উপকৃত হচ্ছেন। আগামীতে হবেন বলে মনে করেন তিনি।