|
---|
নিজস্ব সংবাদদাতা, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ : বিশ্ব শান্তি ও নৈতিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাড়ম্বরে নবী দিবস পালিত হল মামূন ন্যাশনাল স্কুলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্পাদক কাজী মহ: ইয়াসিন,শিক্ষক ধর্মদাস সরকার, সিরাজুল ইসলাম,সাহাদাত হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানাউল্লা মন্ডল প্রমুখ। বিশিষ্ট ইতিহাসবিদ ও স্বনামধন্য বক্তা মরহুম গোলাম আহমেদ মোর্তাজা (রহঃ) প্রতিষ্ঠিত এই স্কুলে প্রায় ছয় শতাধিক ছাত্র অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রদ্ধেয় শিক্ষক ধর্মদাস সরকার । অনুষ্ঠানটি পরিচালনা করে দ্বাদশ শ্রেণির ছাত্ররা। অনুষ্ঠান পরিকল্পনায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষক সব্যসাচী চট্টোপাধ্যায় ও আব্দুস সাত্তার। পবিত্র কেরাত পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এছাড়া আবৃত্তি, গজল পাঠ, নাটিকা অভিনয়, তাৎক্ষণিক বক্তৃতা, বিশ্ব নবী হজরত মুহাম্মদ (সঃ) এর আগমনকে কেন্দ্র করে নানা আলেখ্য ও বর্ণনামূলক আলোচনা অনুষ্ঠানের শোভা বৃদ্ধি করে। আজকের সভাপতি ধর্মদাস সরকার অনুষ্ঠান সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্যের মধ্য দিয়ে তিনি বিশ্ব নবী (সঃ) এর জনহিতে প্রচারিত বাণীর কথা তুলে ধরেন। অন্যদিকে বিশিষ্ট অতিথি সিরাজুল ইসলাম বিশ্ব নবী ( সঃ) এর জীবনাদর্শে চলার জন্য ছাত্রদের সুপরামর্শ দেন। অনুষ্ঠানের আকর্ষণীয় দিক ছিল নাটকের মঞ্চায়ন। দ্বাদশ শ্রেণির ছাত্ররা “ ও ডাক্তার ” নামক নাটিকা অভিনয়ের মধ্য দিয়ে সমকালীন সমাজ বাস্তবতার দিকটি তুলে ধরে ও এ প্রসঙ্গে ডাক্তারদের কী করণীয় সে বার্তাও তারা দেয়। অন্যদিকে ছাত্রদের নৈতিক আদর্শ ও চারিত্রিক দৃঢ়তা উন্নতি সম্পর্কে অসম্ভব সুন্দর, সরল ও অনাড়ম্বর ভাষায় তাঁর বক্তব্যের মধ্য দিয়ে ছাত্রদের বিমোহিত করেন বিদ্যালয়ের সম্পাদক কাজী মহ : ইয়াসিন। পরিশেষে কারী ফয়ূজুদ্দিনের সুললিত কন্ঠে নাতে রসুল পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
অপরদিকে মামূন ন্যাশনাল স্কুল, পানাগড়, গার্লস শাখায় যথাযথভাবে ও মর্যাদার সহিত নবী দিবস উদযাপিত হয়। নবী দিবস উপলক্ষে বিদ্যালয়ে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানটি শুরু হয় সকাল ১১ টায়। ছাত্রীদের পবিত্র কোরআন পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কোরআন পাঠ করে পঞ্চম শ্রেণির ছাত্রী আফরিন মির্জা এবং তা বাংলা ও ইংরেজিতে যথাক্রমে অনুবাদ করে নাবিলা খাতুন(পঞ্চম শ্রেণি)ও আফরিন মন্ডল(পঞ্চম শ্রেণি) ১এই অনুষ্ঠানে সভাপতির পদ অলংকৃত করেন বিদ্যালয়ের গণিত বিষয়ের প্রবীণ শিক্ষক সুজিত মন্ডল। এই অনুষ্ঠানে অসংখ্য ছাত্রী কবিতা আবৃত্তি, ইসলামিক গজল,ক্যুইজ, তাৎক্ষণিক বক্তৃতা, বসে আঁকা প্রতিযোগিতা ইত্যাদি নানা বিষয়ে উৎসাহের সাথে অংশগ্রহণ করে। অষ্টম শ্রেণির ছাত্রী নাসিমা সুলতানা ও শবনম কাজী অনুষ্ঠানের সঞ্চালিকার দায়িত্বে ছিল ।তারা সমগ্র অনুষ্ঠানটি ইংরেজিতে সঞ্চালনা করে।
হযরত মোহাম্মদ (সাঃ)এর জীবনের নানা দিক, বর্তমান সমাজ ও ইসলাম ধর্মের আলোকে আমাদের প্রাত্যহিক জীবনে পালনীয় কর্তব্য ইত্যাদি নানা বিষয় নিয়ে আলোকপাত করেন বিদ্যালয় এর শিক্ষিকা পারসোনা খাতুন (আরবি বিভাগ)। এছাড়া ছাত্রীদের পক্ষ থেকে বক্তৃতায় অংশগ্রহণ করে নবম শ্রেণির ছাত্রী মরিয়ম বেগম । তার আজকের দিন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা উপস্থিত সকলকে মুগ্ধ করে। সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনায় ও বাস্তবায়নে ছিলেন বিদ্যালয়ের শিক্ষিকা পূজা সাউ (ইংরেজি), সামশুন্নেসা খাতুন( বাংলা), ফারা আফরিন (লাইফ সাইন্স), আজমিরা খাতুন( ভূগোল) ,আফিফা আনজুম( লাইফ সাইন্স) ও অন্যান্যরা। অনুষ্ঠান শুরু হয় সকাল ১১টায় আর শেষ হয় ৩.৩০ টায়। সমবেত সকলের সামগ্রিক দুয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।