|
---|
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- সম্প্রতি রাজ্যে বাজি কারখানায় ভয়াবহ বিষ্ফোরণে হতাহতের জেরে বীরভূম জেলা পুলিশ এবিষয়ে সতর্কতা অবলম্বন গ্রহণ করে চলেছেন।
ফলতঃ প্রতিনিয়ত জেলার বিভিন্ন স্থানে বাজি তৈরীর দোকান তথা মালি ঘর থেকে বাজি বিক্রেতার দোকানে তল্লাশি অভিযান অব্যাহত।
সেরূপ গতকাল সন্ধ্যা নাগাদ লোকপুর থানার পুলিশ অবৈধভাবে বাজি মজুদকৃত বা বিক্রির বিরুদ্ধে তল্লাশি অভিযানে নামেন।
এএসআই জীবন সরেন অন্যান্য পুলিশ ও সিভিক ভলিন্টিয়ারদের নিয়ে লোকপুর বাজারের দোকানে দোকানে অবৈধ বাজি উদ্ধার করতে তল্লাশি অভিযান চালান।অভিযান চালিয়ে স্থানীয় ব্যবসায়ী চন্ডী চৌধুরীর দোকান থেকে তিন পেটি চকলেট বোমা উদ্ধার করে যার ওজন ৩০ কেজি বলে জানা যায়।
লোকপুর থানার পুলিশ অবৈধ বাজি বিক্রির অভিযোগে উক্ত ব্যবসায়ীকে গ্রেফতার করে এবং মঙ্গলবার দুবরাজপুর আদালতে পাঠানো হয় বলে জানা যায়।