সম্পত্তি নিয়ে বিবাদ! তার জেরেই শ্বশুরের বুকে গুলি চালিয়ে পালিয়ে গেল অভিযুক্ত জামাই

নিজস্ব সংবাদদাতা :সম্পত্তি নিয়ে বিবাদ। শ্বশুরের বুকে গুলি চালিয়ে পালিয়ে গেল অভিযুক্ত জামাই। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বীরভূমের (Birbhum Shootout) মল্লারপুর থানা সন্ধিগড়া বাজার গ্রামে।

    রামপুরহাট হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন গুলিবিদ্ধ শ্বশুর মঙ্গল বায়েন। তাঁর বুকে ও পায়ে গুলি লেগেছে।পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে মঙ্গলবাবু সাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় অভিযুক্ত জামাই অনুপ বায়েন আগ্নেয়াস্ত্র বের করে মঙ্গলবাবুকে লক্ষ্য করে গুলি চালায় (Birbhum Shootout)। গুলির আওয়াজ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এলে অভিযুক্ত পালিয়ে যায়।

    বাসিন্দারা ঘটনাস্থলে এসে দেখেন, মঙ্গলবাবু গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় পড়ে কাতরাচ্ছেন। সঙ্গে সঙ্গে প্রত্যক্ষদর্শীরা পুলিশ খবর দেন। পুলিশ এসে তাঁকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে যান রামপুরহাট মহকুমা পুলিশের আধিকারিক ধীমান মিত্র অন্যান্য পুলিশ কর্মীরা। সেখানে গিয়ে তাঁরা জিজ্ঞাসাবাদ শুরু করেন।

    স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মঙ্গলবাবুর বিশেষভাবে সক্ষম এক মেয়ে রয়েছে। কয়েকবছর আগে পাশের গ্রামের বাসিন্দা অনুপের সঙ্গে তিনি তাঁর মেয়ের বিয়ে দেন। এরপর থেকে অনুপ তাঁদের সঙ্গেই থাকতে শুরু করে। মঙ্গলবাবুর কয়েকবিঘে জমি ও একটি ট্রাক্টর রয়েছে। সেই ট্রাক্টর চালাত অনুপ। কয়েকদিন আগে সম্পত্তির বেশকিছু অংশ দাবি করে অনুপ। তাতেই জামাইয়ের সঙ্গে মঙ্গলবাবুর বিবাদ বাঁধে। এরপরেই স্ত্রীকে শ্বশুরবাড়িতে ছেড়ে নিজের বাড়িতে থাকতে শুরু করেছিল অনুপ। মীমাংসার জন্য কয়েকদিন আগে মঙ্গলবাবু জামাইকে বাড়িতে ডেকেছিলেন। কিন্তু তাতে কোনও সুরাহা হয়নি। দুজনের মধ্যে আরও তিক্ততা বেড়ে গিয়েছিল। এই আক্রোশেই শ্বশুরকে মারার চেষ্টা করেছে অনুপ এমনই মনে করেন স্থানীয় বাসিন্দারা।