মুর্শিদাবাদে চাষের জমি থেকে উদ্ধার সকেট বোমা!

নিজস্ব সংবাদদাতা : মুর্শিদাবাদ যেন বোমা-বারুদের আঁতুরঘরে পরিণত হয়েছে। এবার মুর্শিদাবাদে চাষের জমি থেকে উদ্ধার হল সকেট বোমা। আতঙ্কিত কৃষকরা।

     

    মুর্শিদাবাদ জেলা পুলিশ সুত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার বেণীদাসপুরের ইটভাটা সংলগ্ন এলাকায় তল্লাশি চালায় দৌলতাবাদ থানার ওসি দেবাশীষ ঘোষ ও তাঁর টিম। এলাকায় তল্লাশি চালিয়ে চাষের জমি থেকে তিনটি সকেট বোমা উদ্ধার হয়। গবাদি পশুর ঘাসের জমিতে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল সকেট বোমাগুলি। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। বোমা নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়ার্ড কর্মীদের খবর দেওয়া হয়।চাষের জমিতে বোমা রাখা আছে , এই খবর ছড়িয়ে পড়তেই রবিবার সকাল থেকে চাঞ্চল্য ছাড়াই এলাকায়। কে বা কারা এবং কী কারণে চাষের জমিতে বোমা মজুত রেখেছিল, তার তদন্ত শুরু করেছে দৌলতাবাদ থানার পুলিশ।

    উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের আগে এবং নির্বাচনের পরও মুর্শিদাবাদের একাধিক জায়গা থেকে দফায়-দফায় তাজা বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। কিন্তু নির্বাচন মিটে যাওয়ার পর প্রায় ২ মাস কেটে গিয়েছে, তারপরও বোমা উদ্ধার হওয়ায় আতঙ্কিত জেলাবাসী। চিন্তিত পুলিশ-প্রশাসনও।