|
---|
নিজস্ব সংবাদদাতা : মদ্যপ অবস্থায় তিন শিশু ক্যানালে ছুড়ে ফেললেন সিআইএস জওয়ান (CISF Arrested) ! এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জে। ইতিমধ্যেই অভিযুক্ত জওয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মালঞ্চা সিআইএসএফ ঘাটে।
জানা গেছে, রবিবার বিকেলে ফিডার ক্যানালের ধারে তিন শিশু খেলছিল। অভিযোগ, সেই সময় আচমকা সেখানে মদ্যপ অবস্থায় আসেন ওই জওয়ান। তাদের তুলে ক্যানালের জলে ফেলে দেন।পরে শিশুদের চিৎকার শুনে ছুটে আসেন সাধারণ মানুষ। এক শিশু কোনওরকমে সাঁতরে উঠে আসতে পারলেও। পরে স্থানীয়রা গিয়ে আরও দুই শিশুকে ক্যানাল থেকে উদ্ধার করে । ওই তিনজনের নাম আব্দুল হাদি, বশির শেখ এবং ইমতিয়াজ আলি। তাদের বয়স ৩ থেকে ৬ বছরের মধ্যে। তারা মালঞ্চা (Murshidabad) বাগানবাড়ি এলাকার বাসিন্দা। এই ঘটনার পর থেকে সিআইএসএফের ছাউনিতে দফায় দফায় বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। এরপরেই পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় ও ওই জওয়ানকে গ্রেফতার করে।
সিআইএসএফ এই ঘটনার কথা স্বীকার করেছে। তবে আচমকা কেন ওই জওয়ান এমনটা করলেন সেবিষয়ে স্পষ্ট জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই জওয়ানকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।