ধুপগুড়িতে জল জমে যাওয়ায় ধুপগুড়ি এবং জলপাইগুড়ি জাতীয় সড়ক প্রায় বন্ধের মুখে

নিজস্ব সংবাদদাতা:  সামান্য বৃষ্টি হলেই ধূপগুড়ি থেকে ফালাকাটাগামী কলেজ রোডের একাংশ জলে ডুবে যায়। পরিস্থিতি এমন যে দোকানে ঢুকতে সমস্যায় পড়তে হয় ব্যবসায়ীদের। এদিকে রবিবার রাতভর বৃষ্টিতে জল জমেছে এলাকায়। এর জেরে ক্ষুব্ধ হয়ে ওঠেন ব্যবসায়ীরা। কলেজ রোডে সুপার মার্কেট মোড়ের কাছে রাজ্য সড়ক অবরোধ করেন তাঁরা। ব্যবসায়ীদের দাবি, দীর্ঘ দুই দশক ধরে পুরসভার কাছে বারংবার সমস্যা সমাধানে আবেদন জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। এদিন অবরোধের জেরে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ এবং ধূপগুড়ির পুরকর্তারা সেখানে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। পুরসভার তরফে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে ধুপগুড়িতে জল জমে যাওয়ায় ধুপগুড়ি এবং জলপাইগুড়ি জাতীয় সড়ক প্রায় বন্ধের মুখে। জল না নামায় রাস্তায় আটকে আছে প্রচুর গাড়ি এবং বাস।ফলে গোটা যানবাহন ব্যাবস্থাই বিপর্যসত হয়ে পড়েছে। রাস্তা বন্ধ থাকায় সমস্যায় পড়ে গেছে ইষ্কুল বাসগুলিও।যাতায়াত বন্ধ হবার কারনে তারা ঠিকসময়ে ইষ্কুলে পৌছাতে পারছে না বলে অভিযোগ করেছে।এলাকা জলের নীচে চলে যাওয়ায় আতঙ্কে বাসিন্দারাও।তারা জানিয়েছেন জল নিকাশি ব্যাবস্থা ঠিক না হবার কারনেই এই বিপর্যয়।বার বার বলা হলেও তাতে কর্নপাত করে নি ধুপগুড়ি পুরসভা।