মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পে দিঘীরপাড়ে ১ কোটি ৪০ লক্ষ টাকা বরাদ্দ!

    নুরউদ্দিন:দক্ষিণ ২৪ পরগনা : দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভার দিঘীরপাড় বকুলতলা গ্রাম পঞ্চায়েতের ১৪ টি বুথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এর আওতায় বুধবার ১০ লক্ষ টাকা করে ১৪ টি বুথে ১ কোটি ৪০ লক্ষ টাকা বরাদ্দ করা হলো। সকল বুথে এই বরাদ্দ পৌঁছনোর ফলে এলাকাবাসীর দীর্ঘদিনের স্থানীয় চাহিদা ও ছোটখাটো অবকাঠামোগত সমস্যাগুলির সমাধান দ্রুত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

    গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন খুঁটিনাটি কাজে-রাস্তাঘাটের মেরামত, নিকাশি ব্যবস্থার উন্নতি, স্ট্রিটলাইট বসানো, স্কুল বা অ্যাঙ্গনওয়াড়ি পরিকাঠামোর উন্নয়ন, পাশাপাশি সাধারণ মানুষকে দৈনন্দিন সমস্যার জঞ্জাল থেকে মুক্ত রাখতে প্রয়োজনীয় ছোট প্রকল্পগুলিতে এই টাকা ব্যয় করা হবে। প্রকল্পভুক্ত এলাকাগুলিকে চিহ্নিত করে দ্রুত কাজ শুরু করার পরিকল্পনা নিয়েছে পঞ্চায়েত কর্তৃপক্ষ।

    এদিন বরাদ্দ অর্থের আনুষ্ঠানিক উদ্বোধন করতে উপস্থিত ছিলেন রায়দিঘির বিধায়ক ডঃ অলক জলদাতা। তিনি জানান, সরকারের উদ্যোগ মানুষের দরজায় পৌঁছে দেওয়াই তাঁর প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের ছোট ছোট সমস্যার দ্রুত সমাধানেই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। তিনি আশা প্রকাশ করেন, বরাদ্দ হওয়া অর্থ সঠিক ভাবে ব্যবহার হলে দিঘীরপাড় বকুলতলা গ্রাম পঞ্চায়েতের চেহারায় দৃশ্যমান পরিবর্তন আসবে।

    উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিঘীরপাড় বকুলতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক কাঁসারী, অঞ্চল সভাপতি বিশ্বনাথ প্রামানিক, পঞ্চায়েত সমিতির সদস্য সহদেব সর্দার সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। তাঁদের মতে, মানুষের প্রত্যাশা পূরণের দিকেই মূল জোর দেওয়া হবে। প্রকল্পের অগ্রগতি নিয়ে নিয়মিত পর্যালোচনা ও স্বচ্ছতা বজায় রাখার আশ্বাস ও দেন তারা। এই বরাদ্দের ফলে স্থানীয় উন্নয়নে নতুন গতি আসবে বলে আশাবাদী গ্রামবাসিরা।