বিট অফিস থেকে বৈধ অনুমতি পত্র নিয়ে মধু সংগ্রহের পথে মৌলেরা

বাবলু হাসান লস্কর, কুলতলি দক্ষিণ চব্বিশ পরগনা : দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের সংরক্ষীত বনাঞ্চলে শুরু হয়েছে মৌলেদের জন্য মধু সংগ্রহের অনুমতি দেওয়ার পালা। থাকতে হবে নৌকার বিএল সি-রেনুয়াল তার উপরে ইনসিওরেন্স- থাকতে হবে অতীতের অভিজ্ঞতা তবে মিলবে জঙ্গলে গিয়ে মধু সংগ্রহ করার অনুমতি পত্র। এক একটি দাঁড়নৌকার পাঁচ থেকে দশ জনে মিলে মধু সংগ্রহের জন্য যাচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার বিট অফিস গুলিতে এই মুহূর্তে চলছে পাশ দেওয়ার পালা। দশই এপ্রিল রবিবার ২০২২ থেকে শুরু হয়েছে। বৈধ কাগজ নিয়ে মৌলেদের মধু সংগ্রহ করতে যেতে দেখা মিলছে। থাকতে হবে ইন্সুরেন্স এবং বিএসসি পাস। একটি নৌকায় সর্বাধিক পাঁচ থেকে দশ জন পূর্ণ বয়সের মানুষ মধু সংগ্রহ করতে যেতে পারবেন। বনদপ্তরের কিছু নির্দেশ মেনে তাদের যেতে হবে নদী কিংবা জঙ্গলে। সর্বদা নিজেকে সজাগ রাখতে হবে আর অতীতের অভিজ্ঞতা থাকা মানুষদেরকে দেয়া হচ্ছে কেবলমাত্র মধু সংগ্রহের পাস বা অনুমতি। এমনই কুলতলী রায়দিঘীর কুলতলী বিট অফিস থেকে গতকাল বিশের অধিক নৌকার পাস দেয়া হয়েছে। আজও দেয়া হয়েছে বেশ কিছু নৌকোকে। কয়েক দিন ধরে এমনি পাশ দেয়া চলবে, এমনই তথ্য মিলেছে রায়দিঘি অফিসের পক্ষ থেকে।

    অপরদিকে যে সমস্ত মৌলের গতবছরের মধু সংগ্রহ করতে গিয়েছিল তাদের ভাগ্যে মেলেনি মধু ভগ্ন মনোরথে ফিরতে হয়েছে একটি নৌকার সাজিয়ে মধু সংগ্রহ করতে যেতেই ২৫ থেকে ৩০ হাজারের অধিক টাকা খরচ। আর এই সমস্ত খরচ মহাজনের কাছে থেকে সুদে কিংবা ধার নিয়ে দশদিনের অধিক-বাজার হাট নিয়ে যেতে হয় তাদেরকে ভাগ্যে যদি মেলে মধু তাহলে লাভের মুখ দেখতে পাবে। অনেক সময় এই মৌলেরা বাঘের আক্রমণে নিজেদের প্রাণ দিতে হলেও জীবন জীবিকার টানে তারা প্রতিনিয়ত সুন্দরবনের মাছ কাঁকড়া ধরতে নদীতে কিংবা জঙ্গলে তাদের সর্বদা যেতে হয়। বিশেষ করে এই মুহূর্তে মাছের প্রজনন কাল চলায় মাছ ধরা বন্ধ। বিকল্প কর্মসংস্থান না থাকায় মান্ধাতার আমল থেকে পুরুষানুক্রমে এমনই পেশার সঙ্গে যুক্ত আগামী দিনে তারা কি পারবে তাদের সেই পুরানো পেশা বদল দিয়ে নতুন কিছু চিন্তা করতে? এমনই প্রত্যাশা আজকের এই সমস্ত মৌলেদের।