|
---|
নিজস্ব সংবাদদাতা : বিশেষভাবে সক্ষম হওয়ায় প্রথমে কোনও সন্দেহ হয়নি পুলিসের। আর সেই সুযোগটা কাজে লাগিয়েই অস্ত্র কারবার ফেঁদেছিল বিহারের বাসিন্দা টুনটুন কুমার। শেষপর্যন্ত বর্ধমানে তাকে জাল পেতে ধরল জিআরপি ও এসটিএফ।বর্ধমান স্টেশন থেকে রবিবার দুপুরে টুনটুন কুমারকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩টি আগ্নেয়াস্ত্র। টুনটুনের বাড়ি বিহারের মুঙ্গেরের রামদিরিতে। মুঙ্গের থেকে অস্ত্র এনে সে রাজ্যের বিভিন্ন জায়গায় পাচার করত বলে স্বীকার করেছে টুনটুন।
এদিন তার অস্ত্র পৌঁছে দেওয়ার কথা ছিল হুগলির ভদ্রেশ্বরে। রমেশ নামে এক ব্যক্তিকে অস্ত্র পৌঁছে দিতেই সে মুঙ্গের থেকে আসছিল। তার মধ্যেই তাকে ধরে ফেলে এসটিএফ।
অভিযুক্তের নামে বর্ধমান জিআরপি থানায় একটি মামলা রুজু করা হয়। তাকে বর্ধমান জেলা আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে তাকে ৪ দিন হেফাজতের আবেদন জানায় জিআরপি। সেই আবেদন মঞ্জুর করে আদালত।