| |
|---|
খান আরশাদ, বীরভূম:
হিন্দুর সৎকার্যের দায়িত্ব কাঁধে তুলে নিলেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা, সম্প্রীতির এক অনন্য নজির গড়ে উঠল রাজনগরে।
চারিদিকে যেখানে প্রায়ই শোনা যায় হিন্দু মুসলিম অ-নৈক্যের কথা। সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতি কুঠারাঘাতের ঘটনা দেশের বিভিন্ন প্রান্তে যখন মাথা চাড়া দিয়ে উঠছে । তখনই বীরভূমের এক সীমান্তবর্তী অঞ্চল রাজনগরে সম্প্রীতির এক অনন্য নজির দেখা গেল। রাজনগর বরাবরই শান্তিপ্রিয় এলাকা। হিন্দু মুসলিম একে অপরের সাথে সব উৎসব অনুষ্ঠানে মেতে ওঠেন। সেই সম্প্রীতির ধারা এখনও রাজনগরে অক্ষুণ্ন। এমনই এক নজির দেখা গেল রাজনগরের বাসস্ট্যান্ড এলাকায়। রাজনগর নামক বৃন্তে হিন্দু-মুসলিম দুটি কুসুমকেই ফের প্রস্ফুটিত হতে দেখা গেল।
রাজনগরের গড়দরজা সংসদের বাসস্ট্যান্ড এলাকায় গত পরশুদিন বছর ষাটেকের নারায়ন সূত্রধর নামে এক ব্যক্তি মারা যান। সেই খবর পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হন এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। হিন্দু মুসলিম একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে নারায়ণ সূত্রধরের সৎকার্য করার জন্য এগিয়ে আসেন।
মৃতদেহ বয়ে নিয়ে যাবার জন্য বাঁশের খাটিয়া তৈরি থেকে শুরু করে আর্থিক সাহায্যের পাশাপাশি শ্মশানঘাট পর্যন্ত গেলেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা ।
শেখ টুটুল, শেখ রমজান, শেখ আশিক, শেখ লালচাঁদ, সেখ কুদরত, মোজাফ্ফর, শেখ আকবরদের সাথে পুরোহিত প্রতুল চক্রবর্তী, বাসুদেব মন্ডল, প্রসেনজিৎ মন্ডল, নিরত্তম গড়াই, বাপি গড়াইরা একসঙ্গে এই সৎকার্যে সামিল হয়ে সম্প্রীতির এক অন্যান্য নজির গড়ে তুললেন । এদের সবাইকেই কৃতজ্ঞতা জানিয়েছেন মৃত নারায়ণ সূত্রধরের ছেলে তুষার সূত্রধর।


