|
---|
ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট অনুযায়ী আরও একবার দেশের সবচেয়ে নিরাপদ শহরের স্বীকৃতি পেল কলকাতা
নিজস্ব প্রতিনিধি , নতুন গতি : পরপর দু’বছর ভারতের সবচেয়ে নিরাপদ শহরের তকমা পেল কলকাতা। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো প্রকাশিত ২০১৮ সালের পরিসংখ্যান অনুযায়ী, অপরাধের হার ভারতের অন্যান্য শহরের তুলনায় কলকাতায় অনেকটাই কম।
গোটা দেশের মোট ১৯টি বড় ও মেট্রো শহরে সংঘটিত অপরাধের হার যাচাই করে এই রিপোর্ট প্রকাশ করেছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো। রিপোর্ট অনুযায়ী, কলকাতায় সামগ্রিক অপরাধের হার ১৫২.২। প্রতি এক লক্ষ জনসংখ্যা পিছু সংঘটিত অপরাধের ভিত্তিতে ঠিক করা হয় এই হার। যেখানে রাজধানী দিল্লিতে অপরাধের সামগ্রিক হার ১৪৫৬.৭, চেন্নাইতে ৬৭৭.৮, মুম্বইতে ৩০৯.৯, সেখানে কলকাতায় অপরাধের হার চোখে পড়ার মতো কম।
খুন, খুনের চেষ্টা এবং অপহরণের মতো অপরাধও কমছে কলকাতায়। ২০১৮ সালে, কলকাতায় খুনের ঘটনা ঘটেছিল ৫৫টি। দিল্লি আর মুম্বইতে খুনের সংখ্যা যথাক্রমে ৪১৬ এবং ১৬৪। কলকাতায় যেখানে খুনের চেষ্টার ঘটনা ঘটেছে ১৪৩টি, দিল্লি ও মুম্বইতে এই সংখ্যাই যথাক্রমে ৪৭৩ এবং ২৮০। কলকাতায় অপহরণের ঘটনা ঘটেছে ৩৭৪টি। মুম্বইতে এই সংখ্যা ২,১৫৯।
নারীদের নিরাপত্তা ও সুরক্ষাতেও গোটা দেশের মধ্যে সবার আগে কলকাতা। ২০১৭ সালের তুলনায় শহরে ধর্ষণের সংখ্যা কমেছে, কমেছে শ্লীলতাহানি ও হেনস্থার ঘটনাও। ২০১৮ সালে কলকাতায় শ্লীলতাহানির ঘটনা ঘটেছে ১৫১টি। দেশের অন্যান্য শহরের তুলনায় যা চোখে পড়ার মতো কম। মুম্বইতে সংঘটিত শ্লীলতাহানির সংখ্যা ১,০৬৯।
এই পরিসংখ্যান কলকাতা পুলিশ এর কাছে যথেষ্ট স্বস্তিদায়ক। তবে আত্মতুষ্টির জায়গা নেই। শহরের নিরাপত্তা ব্যবস্থাকে নিশ্ছিদ্র করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। আরও সুদৃঢ় করে তোলা হচ্ছে পরিকাঠামো। নজরদারি বাড়ানো হয়েছে। শক্তিশালী হয়েছে প্রযুক্তি প্রহরাও। কলকাতাকে বিপদ-মুক্ত রাখার জন্য তাদের একাধিক বাহিনী সবসময় প্রস্তুত। এরই পাশাপাশি, সচেতনতা গড়ে তোলার জন্য একাধিক উদ্যোগ ও প্রচারও জারি রেখেছে কলকাতা পুলিশ। সাধারণ নাগরিকদের সঙ্গে তাদের সম্পর্ক আরও নিবিড় হচ্ছে রোজ।
কলকাতা পুলিশ এর তরফ থেকে জানাযায় কলকাতাকে সম্পূর্ণ অপরাধমুক্ত করাই তাদের লক্ষ্য। অনুরোধ, তাদের পাশে থাকার।