|
---|
নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদ : আজ বহরমপুরে বিশেষ সাংগঠনিক সভা থেকে হবু ডাক্তার গোলাম সারওয়ারকে সংবর্ধনা দেওয়া হয়। ২০২১ বর্ষে সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট উত্তীর্ণ হয়ে সাগরদিঘী ব্লকে টপার হয়েছে গোলাম সারওয়ার। তাকে পুষ্পস্তবক,উত্তরীয়,মিষ্টির প্যাকেট দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয় ৷ গোলাম সারওয়ারের সর্বভারতীয় পরীক্ষায় রেঙ্ক হয়েছে ৯৭৫৯ এবং স্কোর ৬২৫ , গোলাম সারওয়ারের পিতা মহঃ ইলতুৎমিস বিশিষ্ট শিক্ষানুরাগী ও কাবিলপুর দারুল কোরআন সিনিয়র মাদ্রাসার প্রাক্তন শিক্ষাকর্মী ৷বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের কাছ থেকে সংবর্ধনা পেয়ে গোলাম সারওয়ার বলেন– ‘ভালো ডাক্তার হওয়ার আগে , ভালো মানুষ হয়ে মানুষের পাশে থাকতে চাই ! আলহামদুলিল্লাহ! আমি খুব খুশি হলাম ৷ প্রার্থনা করি বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের চলার পথ মসৃণ হোক এবং উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি।”
সম্বর্ধনা সভায় উপস্থিত ছিলেন বেঙ্গল মাদ্রাসাঃ এডুকেশন ফোরাম রাজ্য সভাপতি তথা মাদ্রাসা শিক্ষক মন্ডল সাহেব — গোলাম সারওয়ার মানুষের সেবায় নিয়োজিত হয়ে সর্বদা মানুষের পাশে থাকুক।
মাদ্রাসা শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মাসুদ নাস্তুর ,মেহেদী হাসান, আশিকুল আলম , সাহিদুল ইসলাম, মোশাররাফ হোসেন প্রমুখ।
ফোরামের মুর্শিদাবাদ জেলা সভাপতি তথা মাদ্রাসা শিক্ষক মাসুদ নাস্তুর সাহেব বলেন– গোলাম সারোয়ার এর মত ছেলে যেন ঘরে ঘরে জন্ম নেয় ৷ ওর সাফল্য আমাদের আপ্লুত করেছে এবং সে সংবর্ধনা পাওয়ার যোগ্য । ওকে সম্বর্ধিত করতে পেরে আমরা খুশি ৷ ফোরামের অন্যতম সদস্য তথা আই.সি.আর হাই মাদ্রাসার সহকারী শিক্ষক মহঃ মোসাররাফ হোসেন বলেন — গোলাম সারওয়ার যেন চিকিৎসকের আদর্শ বজায় রেখে মানব সেবায় ব্রত যাপন করে যেতে পারে ৷