|
---|
মহঃ সফিউল আলম , রাজনগর , বীরভূম : রাজনগর থানার ভবানীপুর অঞ্চলের একটি জঙ্গল থেকে আজ ৫ জানুয়ারী এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ ৷ সংবাদ পাঠানোর সময় পর্যন্ত মৃত ব্যক্তির নাম ঠিকানা জানা যায়নি ৷ তবে অনেকের প্রাথমিক অনুমান , লোকটির বাড়ি সম্ভবত ঝাড়খন্ডের কোনো গ্রামে ৷পুলিশ তদন্ত করে দেখতে শুরু করেছে ৷ এলাকার বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে , মৃতদেহটি ওই জঙ্গলে পড়েছিল ৷ খবর পেয়ে পুলিশ গিয়ে আজ শনিবার সেটি উদ্ধার করে থানায় নিয়ে আসে ৷ রাজনগর থানার মাধ্যমে মৃতদেহটির ময়না তদন্ত করা হবে ৷ দেহটির পাশে জঙ্গলের মধ্যে সাইকেল ও থলি পড়ে থাকতে দেখেন অনেকে ৷ তদন্ত করে সম্ভাব্য সবদিক খতিয়ে দেখছে রাজনগর থানার পুলিশ ৷