|
---|
বিশ্বদীপ নন্দী, বালুরঘাটঃ কালার এফেক্ট আর্টিস্ট’স সোসাইটির চিত্র ও ভাস্কর্য প্রদর্শনী এবং অঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হল বালুরঘাটে। আজ মন্মথ নাট্য চর্চা কেন্দ্রে চতুর্থবর্ষের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বালুরঘাটের প্রবীন চিত্রকর বিশ্বনাথ মহন্ত ফিতা কেটে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রায় ৭০ জন ক্ষুদে অঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। এছারাও ১৮ জন চিত্রশিল্পী ও ভাষ্করের তেরী চিত্র ও ভাস্কর্য দুইদিন ব্যাপি প্রদর্শিত হবে এখানে। এই অনুষ্ঠান উপলক্ষ্যে ক্ষুদে অঙ্কন শিল্পী ও তাদের অভিভাবক দের উৎসাহ ছিল চোখে পড়ার মত। কালার এফেক্ট আর্টিস্ট’স সোসাইটির সদস্যা তমালিকা মজুমদার বলেন আমাদের এই অনুষ্ঠান এবছর চতুর্থ বর্ষে পদার্পন করল। প্রতিবছরই আমাদের এই অনুষ্ঠান উপলক্ষ্যে ছাত্র ছাত্রীদের উৎসাহ থাকেই এবছরও তার অনাথা হয়নি। আশাকরি আগামীতেও আমরা একই ভাবে এই অনুষ্ঠান করে যেতে পারবো।