| |
|---|

নিজস্ব সংবাদদাতা : কবি সুচিকিৎসক ও শিক্ষক নজরুল ইসলাম বিশ্বাসের সম্পাদিত ‘যুগধারা’ সাহিত্য পত্রিকা ,কাব্যগ্রন্থ ও দুটি প্রবন্ধগ্রন্থ প্রকাশ হল । কাব্যগ্রন্থ ”এ বাংলার মুখ, প্রবন্ধগ্রন্হ ”আত্মসমালোচনা ও সমালোচকদের জবাব”এবং,”আত্মদর্শন” এর আনুষ্ঠানিক প্রকাশ উপলক্ষে মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয় ৭ ডিসেম্বর ২০২৫ সকাল ৯টা৩০মিনিটে নদীয়ার চাপড়া শিশু নিকেতনে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ নূরউদ্দিন বিশ্বাস। তিনি প্রকাশ করেন প্রবন্ধ গ্রন্থ আত্মসমালোচনা ও সমালোচকদের জবাব বইটি ,তুলে দেন শিক্ষক কৃষ্ণগোপাল দাস। আত্মদর্শন বইটি প্রকাশ করেন হজরত আলী । ‘এ বাংলার মুখ ‘কাব্যগ্রন্থটি প্রকাশ করেন আনন্দম্ সম্পাদক কবি রামপ্রসাদ মুখোপাধ্যায়।
‘যুগধারা ‘ত্রয়োদশ সংখ্যার প্রকাশ করেন অনুষ্ঠানের সভাপতি শ্রী অরুণকুমার চক্রবর্তী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও ‘সংযোগ’ পত্রিকার সম্পাদক নজরুল হক । পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ উন্নয়ন দপ্তরের আধিকারিক ডাঃ সারিকুল ইসলাম (আলিপুরদুয়ার)বিশিষ্ট সাংবাদিক ও নতুন গতি প্রকাশনার পক্ষে কুতুব আহমেদ। মূল্যবান আলোচনা করেন বিশিষ্ট সমাজসেবী প্রাক্তন শিক্ষক ক্রীড়াব্যক্তিত্ব সুরঞ্জন মন্ডল । উপস্থিত ছিলেন কবি দেবাশিস তেওয়ারী আহমদ আলী শেখ ফারুক আলী শেখ আশরাফ আলী শেখ মিজানুর শাহ পঙ্কজ ভাস্কর রহমান মুস্তাকিম শেখ ফজলুর রহমান দফাদার সমীর বিশ্বাস । আবৃত্তি করেন বিদিপ্তা সাহা ।চিত্রগ্রহণ সায়ন বিশ্বাস । উদ্বোধনী সংগীত পরিবেশন করেন আকাশবাণীর শিল্পী উৎসা বিশ্বাস।স্বাগত ভাষণ ও ধন্যবাদ জ্ঞাপন করেন ডাঃ নজরুল ইসলাম বিশ্বাস। সমাপ্তি সংগীত কবি রামপ্রসাদ মুখোপাধ্যায়ের আধুনিক কবিতার গীতিরূপ পরিবেশন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধন পাত্র।


