লকডাউন পরিস্থিতিতে দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ালো গম্ভীরা শিল্পীরা

নতুন গতি নিউজডেস্ক : লকডাউন পরিস্থিতিতে দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ালো গম্ভীরা শিল্পীরা।শুক্রবার সকালে কালিয়াচক ১ নম্বর ব্লকের সুজাপুর গ্রাম পঞ্চায়েতের মধুঘাট এলাকায় ‘ভাগীরথী গম্ভীরা মঞ্চের’ উদ্যোগে ১২৫ টি দুঃস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হয় খাদ্য সামগ্রী। চাল, ডাল, আলু, পেঁয়াজ, সরষের তেল সহ মোট ১০ ধরনের সামগ্রী তুলে দেওয়া হয় দুঃস্থ মানুষের হাতে।উপস্থিত ছিলেন, গম্ভীরা শিল্পী জগন্নাথ প্রামাণিক, দুলাল চন্দ্র মন্ডল সহ অন্যান্যরা।
তারা জানিয়েছেন, ব্যাসপুর, মধু ঘাট, গোপীনাথপুর, রামনাথপুর এলাকার প্রায় ১২৫ টি দুঃস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।দুই মাসের বেশি সময় ধরে সারা দেশের সঙ্গে মালদা জেলাতেও চলছে লকডাউন। এই পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছে বহু মানুষ। এই অবস্থায় তাদের পাশে দাঁড়াতে গম্ভীরা শিল্পীরা এই উদ্যোগ নেন।