দেবতারূপে আমার পাশে হাজির জেবের শেখ

দেবতারূপে আমার পাশে হাজির জেবের শেখ

    নিজস্ব প্রতিবেদক, নতুন গতি, নদীয়া : নিয়মে পরিণত হয়েছে বিপদ শুনলেই পাশে দাঁড়ানো চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জেবের শেখ। কয়েকদিন আগেই হঠাৎই খবর পান নদীয়া জেলার কোতোয়ালি থানার অন্তর্গত নলদা গ্রামে খোদেজা বেওয়া বয়স ৬৫ বৃদ্ধার বাড়িতে শর্ট সার্কিটে আগুন লেগে যায়। আগুনে ভূমিস্বত্ হয়ে যায়। বৃদ্ধের বাড়িতে থাকা সমস্ত জরুরি কাগজপত্র থেকে মোটরসাইকেল ও অন্যান্য আসবাবপত্র। ওই বাড়িতে বৃদ্ধ একাই বসবাস করেন এই মুহূর্তে। ওই বৃদ্ধের ২ ছেলেও কর্মসূত্রে রয়েছেন ভিন রাজ্যে।লকডাউনে আটকে পড়েছে। এরপরই খবর এসে পৌঁছায় ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতির কাছে খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে যান ব্লক সভাপতি এবং ওই বৃদ্ধের কাছে পৌঁছে দেন চাল,ডাল,নগত অর্থ ও নতুন বস্ত্র সহ অন্যান্য খাদ্য সামগ্রী।এর আগেও দেখা গেছে ঈদ উৎসবের আগে দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য সহযোগিতা করতে। আবারও মৃত ব্যক্তির সৎকার কাজ করতে না পারায় মৃত পরিবারের পাশে দাঁড়িয়ে সৎকারের ব্যবস্থা করে দেওয়া। ওই বৃদ্ধা জানান আগুনে ঘর পুড়ে যাওয়ার পরে গভীর চিন্তার মধ্যে পড়ে যান তিনি কিন্তু হঠাৎই দেবতারূপে আমার পাশে হাজির হন চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমি খুশি তিনি সাহায্য-সহযোগিতা করে। চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের সদস্য জেবের শেখ জানান এটা আমার দায়বদ্ধতার মধ্যে পড়ে আমার জেলা পরিষদ এলাকা নয় শুধু নদীয়া জেলার বিভিন্ন প্রান্তে যখনই অসহায় মানুষের যুদ্ধের খবর আমার কাছে এসে পৌঁছেছে যথাসাধ্য চেষ্টা করেছি ওই সমস্ত দুস্থ অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করে। বৃদ্ধার সরকারিভাবে সমস্ত সুযোগ-সুবিধা যাকে পায় তার সুব্যবস্থা করবেন বলে আশ্বাস দিলেন ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের।