আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে সম্মাননা প্রদান খয়রাশোল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।

সেখ রিয়াজ উদ্দিন , নতুন গতি: বাবা উইলিয়াম এডওয়ার্ড নাইটিঙ্গেল এবং মা ফ্রান্সিস নাইটিঙ্গেলের অভিজাত পরিবারে ১৮২০ সালের ১২মে জন্ম গ্রহণ করেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তিনি ছিলেন আধুনিক নার্সিং সেবার অগ্রদূত, একজন লেখক এবং পরিসংখ্যানবিদ।১৮৫৫সালে তিনি নার্স প্রশিক্ষণের জন্য তহবিল সংগ্রহের কাজ শুরু করেন। পরবর্তী সময়ে ভারতবর্ষের গ্রামীণ মানুষের স্বাস্থ্য ব্যবস্থার ওপর গবেষণা চালান।যা ভারতবর্ষে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে নার্সিং কে সম্পূর্ণ পেশারূপে প্রতিষ্ঠিত করার জন্য ১৮৬০সালে প্রতিষ্ঠা করেন “নাইটিঙ্গেল ট্রেনিং স্কুল” যার বর্তমান নাম “ফ্লোরেন্স নাইটিঙ্গেল স্কুল অফ নার্সিং”। নার্সিং এর উপর বই লিখেছেন, পেয়েছেন অসংখ্য পদক আর উপাধিতে ভূষিত হয়েছেন।
১৯৭৪ সাল থেকে তার জন্মদিন স্মরণে ১২ মে পালিত হয়ে আসছে “ইন্টারন্যাশনাল নার্সেস ডে”।যার মাধ্যমে সম্মান জানানো হয় এক নারীকে যিনি তার কর্মের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন- নার্সিং একটি পেশা নয়, সেবা।
এদিন সেই উপলক্ষে বীরভূম জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ও আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়। বিশেষ করে বর্তমান অতিমারি করোনা ভাইরাসের প্রাক্কালে স্বাস্থ্য কর্মীদের যে কর্মতৎপরতা বা অবদান সেটাকে উৎসাহ ও সম্মাননা জানাতে সরকারি বেসরকারি ভাবে অনেকেই এগিয়ে আসেন। সেইরকমই খয়রাশোল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার, নার্স সহ স্বাস্থ্য কর্মীদের ফুলস্তবক ও মিষ্টির প্যাকেট দিয়ে সম্বর্ধনা প্রদান করা হয় উক্ত ব্লকের অধীনে তিনটি থানার যৌথ উদ্যোগে। নার্সেস ডে কে সামনে রেখে করোনা যুদ্ধের সৈনিকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্য বিভাগীয় করোনা সৈনিক তথা লোকপুর থানার ওসি রমেশ সাহা, খয়রশোল থানার ওসি সঞ্জয় শ্রীবাস্তব এবং কাঁকরতলা থানার ওসি জাহিদুল ইসলাম।