|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: ‘বঞ্চনা’ ইস্যুতে এবার তৃণমূলেরই সুর বিজেপি বিধায়কদের গলায়। শুক্রবার বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের বৈঠকে তাঁরা জানালেন, ১০০ দিনের কাজের টাকা না পেয়ে সমস্যায় প্রান্তিক মানুষজন। যত দ্রুত সম্ভব, কেন্দ্রকে এই টাকা দেওয়ার কথা বলুন সুকান্ত মজুমদার। প্রয়োজনে প্রধানমন্ত্রীকে চিঠি লেখা হোক। তাতে সুকান্ত মজুমদারের জবাব, ”আপনারা যোগ্যদের একটা তালিকা তৈরি করে আমাকে পাঠান। আমি সেই তালিকা-সহ প্রধানমন্ত্রীকে চিঠি লিখে টাকা দেওয়ার কথা বলব।”