|
---|
নূর আহমেদ : মেমারি ৯ জুন।বর্ধমান সেন্ট্রাল কো- অপারেটিভ এগ্রিকালচার মার্কেটিং এন্ড প্রোডাকশন সোসাইটি লিমিটেড (শান্তি রঞ্জন হিমঘর) – এ আজ বিকালে পারাদীপ ফসফেট লিমিটেড (পিপিএল) এর উদ্যোগে মেগা কৃষক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে মেমারি সহ সংলগ্ন এলাকার প্রায় দুশো জন কৃষক অংশগ্রহণ করেন। চাষীদের সামনে মূলত চাষ করাকালীন জমিতে সঠিক পরিমাণে সার প্রদান কতটা করতে হবে এবং ঠিক কি কি সার প্রয়োগ করতে হবে সে বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও বক্তারা চাষীদের একটি বিষয়ে বারবার সচেতন করেন, তা হলো নিয়মিত জমির মাটি পরীক্ষা করা। আজকের এই আলোচনা শিবিরে উপস্থিত ছিলেন রিজিওনাল প্রধান – ড. রাজেশ কুমার যাদব, ডিপার্টমেন্টাল ম্যানেজার – পরাগ রায় চৌধুরী, মার্কেটিং অফিসার – ড. রাজেশ সাউ, সিপিসি ম্যানেজার- কিংকর গুপ্তবক্সী, জুনিয়র এগ্রোনোমিস্ট – সুজিত কুমার বিশ্বাস, সেলস ট্রেনি আক্রম আলী, জয় কিষাণ সহায়ক – সৌম্য নন্দন, ডি বি টি এস – রাহুল মন্ডল এবং বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ এগ্রিকালচার মার্কেটিং এন্ড প্রোডাকশন সোসাইটি লিমিটেড এর প্রশাসনিক আধিকারিক – তপন গণ, ম্যানেজার – সুজিত নন্দী ও পেস্টিসাইড ইনচার্জ – শেখ হাফিজুল সহ অন্যান্য কর্মীবৃন্দ। উপস্থিত কৃষকেরা পারাদীপ ফসফেট লিমিটেড (পিপিএল) এর এই ধরনের কৃষক সচেতনতা সভায় যথেষ্ট উপকৃত হন বলে জানান।