|
---|
সেখ সামসুদ্দিন, ১৮ আগস্টঃ পূর্ব বর্ধমানের জামালপুরের আঝাপুর ও পাঁচড়া অঞ্চলের শাঁচড়া প্রাইমারি স্কুল ও হাবাসপুর প্রাইমারি স্কুলে পাড়ায় সমাধানের ক্যাম্প করা হয়। এই ক্যাম্পগুলি সরজমিনে পরিদর্শনে যান বিধায়ক অলোক কুমার মাঝি, তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, দুই অঞ্চল প্রধান কাশীনাথ হেমব্রম ও বিকাশ পাকড়ে, অঞ্চল সভাপতি প্রতাপ রক্ষিত ও জয়দেব দাস সহ অন্যান্যরা। দুই ক্যাম্পে উপস্থিত ছিলেন দুই জয়েন্ট বিডিও রুদ্রেন্দু নন্দী ও অরিন্দম চন্দ। মেহেমুদ খান বলেন পাড়ায় সমাধান রাজ্যের মুখ্যমন্ত্রীর একটি যুগান্তকারী সিদ্ধান্ত। বুথ পিছু ১০ লক্ষ টাকা করে ব্যয় করা হবে সেই নির্দিষ্ট পাড়ায়। পাড়ার মানুষই নিজেদের সমস্যার কথা তুলে ধরবে আর তারই ভিত্তিতে সেই পাড়ার সমস্যার সমাধান করা হবে। বিধায়ক অলোক কুমার মাঝি বলেন মুখ্যমন্ত্রী সবসময়ই অনন্য চিন্তা ভাবনা করেন। পাড়ায় সমাধানের মধ্য দিয়ে যেটুকু উন্নয়ন বাকী আছে সেটাও সম্পন্ন হবে। বিরোধীদের মুখ লুকোবার জায়গা থাকবে না।