|
---|
সেখ সামসুদ্দিন, ৯ জুলাইঃ পশ্চিমবঙ্গ রাজ্য ধান্য ব্যবসায়ী সমিতি বর্ধমান জেলা কমিটির উদ্যোগে বর্ধমান সহযোদ্ধার সহযোগিতায় একটি রক্তদান শিবিরের করে। বর্ধমান শহীদ শিব শংকর সেবা সমিতির রশ্মি ব্লাড সেন্টারের সহযোগিতায় ১০০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রায় শিবিরের কাজ শুরু করে। বৃষ্টিবিঘ্ন দুর্যোগের মধ্যে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ মালিক, জামালপুর বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি, বর্ধমান পৌরপ্রধান পরেশচন্দ্র সরকার, বর্ধমান সহযোদ্ধার সভাপতি জগন্নাথ ভৌমিক, রাজ্য কমিটির উপদেষ্টা অরবিন্দ পাঁজা, জেলা সভাপতি সুকান্ত পাঁজা,, জেলা সম্পাদক বিশ্বজিৎ মল্লিক, বর্ধমান মহিলা থানার প্রাক্তন আই সি বনানী রায়, ইচ্ছে ডানার সম্পাদক অনুপম রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন দুর্যোগপূর্ণ আবহে ৫৪ ইউনিট রক্ত সংগ্রহ করা সম্ভব হয়।