|
---|
সেখ সামসুদ্দিন, ২ জুলাইঃ আজ পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম সংস্থার একটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম সংস্থার চেয়ারম্যান তথা বিধায়ক মোশারেফ হোসেন, বিত্ত নিগমের ম্যানেজিং ডাইরেক্টর শাকিল আহমেদ (আইএএস), পূর্ব বর্ধমান জেলা শাসক আয়েশা রানী (আইএএস) এবং অতিরিক্ত জেলা শাসক প্রতিক সিং (আইএএস)। এছাড়াও উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার সুদীপ্ত পোড়েল (ডব্লিউবিসিএস), তানিয়া পারভিন (ডব্লিউবিসিএস), পূর্ব বর্ধমান জেলার মুখ্য সংখ্যা লঘু আধিকারিক বিনয় কৃষ্ণ বিশ্বাস (ডব্লিউবিসিএস), সংখ্যালঘু দপ্তরের স্টাফ ইয়াসমিন খাতুন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন পশ্চিমবঙ্গের সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম সংস্থার সমস্ত পরিষেবা গুলি সম্পর্কে সাধারণ মানুষকে
বিস্তারিতভাবে জানানো হয় এবং শতাধিক মানুষের হাতে পরিষেবা প্রদান করা হয়। স্টুডেন্টদের হাতে তাদের অনুজ্ঞা পত্র তুলে দেয়া হয়। টার্ম লোন বেনিফিশিয়ারিদের হাতে তাদের অনুমোদন পত্র তুলে দেয়া হয়, এবং গোষ্ঠীগত ঋণের ক্ষেত্রেও অনেকগুলি গ্রুপের মহিলাদের হাতে অনুমোদন পত্র তুলে দেওয়া হয়। ডব্লুবিএমডিএফসির অন্তর্গত যে সমস্ত স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং ফ্রি ডব্লিউবিসিএস রেসিডেন্সিয়াল কোচিং এবং শিক্ষা লোন সম্পর্কে বেনিফিসিয়ারীদের জানানো হয়।